
প্রকাশিত: জুলাই ২৯, ২০২২, ১১:০৬ এএম
ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, ফুলবাড়ী প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ীর পাশ্ববর্তী বড়পুকুরিয়ার দুই গ্রামের ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দাবিতে ও হয়রানির প্রতিবাদে বৃহস্পতিবার (২৮ জুলাই) জীবন ও সম্পদ রক্ষা কমিটির উদ্যোগে ৪ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিকাল পৌনে পাঁচটায় বড়পুকুরিয়া বাজারে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ শেষে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জীবন ও সম্পদ রক্ষা কমিটির সাবেক সভাপতি মো. ইব্রাহিম খলিল। এতে বক্তব্য রাখেন পার্বতীপুরের ৯নং হামিদুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজওয়ান উল হক রেজা, জীবন ও সম্পদ রক্ষা কমিটির আহবায়ক রফিকুল ইসলাম, সদস্য আলহাজ্ব রুহুল আমিন মন্ডল, ইউপি সদস্য সাইদুর ইসলাম, একরামুল হক প্রমুখ।
চারদফা দাবিসমূহ, গত ৩/৪ বছরপূর্বে ক্ষতিপুরণের কার্যক্রম শুরু হলেও কেন বাঁশপুকুর ও বৈদ্যনাথপুর গ্রামের ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে না কেনো জানতে চাওয়া, বাঁশপুকুর ও বৈদ্যনাথপুর গ্রামের ক্ষতিপূরণ না দেয়া পর্যন্ত কয়লা উত্তোলন বন্ধ করা, ক্ষতিগ্রস্ত এলাকার ফাটল ধরা ঘর-বাড়ী ভেঙে কোনো প্রাণহানী হলে এর দায়ভার খনি কর্তৃপক্ষকে নিতে হবে, ক্ষতিপূরণের নামে ষড়যন্ত্র, হয়রানি, অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন বন্ধ করতে হবে।
এতে ক্ষতিগ্রস্ত বাঁশপুকুর ও বৈদ্যনাথপুর গ্রামের দুইগ্রামের দুই শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
এইচএ /এএল