• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

শাবিপ্রবি ছাত্র হত্যায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি আবুল হাসানের

প্রকাশিত: জুলাই ২৮, ২০২২, ০১:৪৪ এএম

শাবিপ্রবি ছাত্র হত্যায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি আবুল হাসানের

সিটি নিউজ ডেস্ক

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্র বুলবুল আহমেদ হত্যা মামলায় আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে আরেক আসামি আবুল হাসান। পরে তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন আদালত।

বুধবার (২৭ জুলাই) বিকাল পৌনে ৫টার দিকে তাকে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক সুমন ভূঁইয়ার আদালতে তোলা হলে সন্ধ্যার দিকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

এ তথ্য নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা দেবাশীষ দেব। তিনি বলেন, আমরা তাকে ১৬৪ ধারায় জবানবন্দির জন্য আদালতে উপস্থাপন করি। সে বিজ্ঞ বিচারকের কাছে জবানবন্দি দেয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

পুলিশের দাবি মতে, গত সোমবার সন্ধ্যায় নির্জন ওই টিলায় বেড়াতে গিয়ে তিন যুবকের ছিনতাইয়ের শিকার হন লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী বুলবুল আহমেদ ও তার সঙ্গে থাকা বাংলা বিভাগের এক ছাত্রী। সেখানেই একপর্যায়ে ছুরিকাঘাত করা হয় বুলবুলকে। গ্রেফতারকৃতদের স্বীকারোক্তিতে উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও নিহতের মোবাইল ফোন।

বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রারের করা মামলায় গ্রেফতার দেখানো হয় কামরুল, আবুল ও হাসানকে। এরইমধ্যে তারা স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছেন। নিহত শিক্ষার্থীর পরিবারকে ৫ লাখ টাকা অনুদান দেয়ার কথাও জানিয়েছেন উপাচার্য।

জেডআই/

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ