• ঢাকা সোমবার
    ১৩ জানুয়ারি, ২০২৫, ৩০ পৌষ ১৪৩১

ভালোবেসে কুমিল্লায় মালদ্বীপের তরুণী

প্রকাশিত: জুলাই ২৮, ২০২২, ১২:৪৫ এএম

ভালোবেসে কুমিল্লায় মালদ্বীপের তরুণী

কুমিল্লা প্রতিনিধি

প্রেম মানে না কোনো বাঁধা, সেখানে ভোগলিক দূরত্ব কিংবা সীমানার বাধা কিছুই নয়। প্রেমের টানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে এসেছেন অসংখ্য তরুণ-তরুণী। এবার ভালোবেসে কুমিল্লার বরুড়ায় পা রেখেছেন মালদ্বীপের এক তরুণী। তবে প্রেমিকা হয়ে নয়, স্ত্রী হয়েই স্বামীর দেশে প্রবেশ করেছেন এই তরুণী। 
ওই তরুণীর নাম হাব্বা আহমেদ। উপজেলার পয়ালগাছা ইউনিয়নের গণ্ডামারা গ্রামের আবদুর রশিদের বড় ছেলে মোহাম্মদ রাসেলের সঙ্গে এসেছেন তিনি।  

বুধবার (২৭ জুলাই) রাসেলের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০১৪ সালে মালদ্বীপ যান রাসেল। কাজের সুবাদে মালদ্বীপের মালে সিটিতে ২০১৯ সালে করোনাকালীন সময়ের শুরুতে তাদের পরিচয়। সে সময় থেকেই তাদের মনের মিল। তারপর  ২০২১ সালের অক্টোবর মাসে প্রেম থেকে বিয়ে। ২০২২ সালের ২৪ জুলাই মালদ্বীপের তরুণী হাব্বা আহমেদসহ বরুড়ায় আসেন রাসেল। এর পর থেকে পরিবারের সঙ্গেই আছেন হাব্বা।

মালদ্বীপের মালে সিটির আহমেদ দিদির মেয়ে হাব্বা। মালদ্বীপের মালে সিটিতে হাব্বার পরিবারের ও রাসেলের আত্মীয় স্বজনদের উপস্থিতিতে মুসলিম রীতিতে বিয়ে করেন তারা।

এ বিষয়ে স্থানীয় মেম্বার জাহাঙ্গীর হোসেন বলেন, ‘শুনেছি রাসেল মালদ্বীপের একটি মেয়েকে ভালোবেসে বিয়ে করেছেন। এখন দেশে নিজ বাড়িতেই আছেন তারা। আমি এখনও যাইনি, তবে বিকেলে যাব।

এদিকে খবর ছড়িয়ে পড়লে রাসেলের বাড়িতে ভিড় জমাতে শুরু করেন গ্রামের মানুষ। বিদেশি গৃহবধুকে এক নজর দেখতে দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন অনেকেই। 
এআরআই
আর্কাইভ