• ঢাকা রবিবার
    ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

দফায় দফায় জেলা ছাত্রলীগের ভাংচুর তান্ডব

প্রকাশিত: জুলাই ২৫, ২০২২, ০৬:৪৫ এএম

দফায় দফায় জেলা ছাত্রলীগের ভাংচুর তান্ডব

মো. রাসেল, বরগুনা প্রতিনিধি

বরগুনা জেলা ছাত্রলীগের কমিটিতে নেতৃত্ব না পেয়ে পুলিশের সামনে সাধারন জনগনের উপর দফায় দফায় হামলা ভাঙ্গচুর চালিয়েছে বরগুনা জেলা ছাত্রলীগের একাংশের নেতা কর্মীরা। কেন্দ্রীয় কমিটি থেকে রবিবার(২৪ জুলাই) সন্ধার পরে জেলা ছাত্রলীগের কমিটি ঘোষনা করা হলে জেলা ছাত্রলীগের একাংশ লাঠিসোটা নিয়ে মিছিল নিয়ে বেড় হয় বরগুনা পৌর শহরে।

সন্ধ্যার পরে বরগুনার সদর রোড মাছবাজার সংলগ্ন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে দফায় দফায় হামলা চালায় এই সকল ছাত্রলীগ কর্মীরা, বরগুনা পৌর শহরের সিলভার পট্টি, ফার্মেসী পট্টি, ধর্মতলা, নজরুল ইসলাম সড়কের বিভিন্ন দোকানে বিভিন্ন দোকানে তারা হামলা চালাতে থাকে। এসময় পুলিশ সদস্যরা উপস্থিত থাকলেও কারও বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিলে আরও বেপরোয়া হয় ছাত্রলীগের কর্মীরা এরপরে কয়েকটি থামানো ট্রাক, ইজি বাইক, জনতা ব্যাংকের সাইনবোর্ড সহ বিভিন্ন স্থাপনায় হামলা চালায় এরা। তাদের এই ভাংচুর তান্ডব থেকে বাদ যায়নি জরুরি ঔষধ বহন কারী গাড়িও।

বরগুনার নজরুল ইসলাম সড়কের রাব্বানি ষ্টোরের বাদল মিয়া জানান, আমাদের থামানো ট্রাকে এসে তারা হামলা চালিয়েছে শতাধিক ছেলেরা। এরা কারা কোথা থেকে এসেছে আমরা কিছু বলতে জানিনা পরে শুনলাম বরগুনা জেলা ছাত্রলীগের কমিটি দিয়েছে কেন্দ্রীয় কমিটি যারা পদ পায়নি তারা নাকি এই হামলা চালাচ্ছে। ঘটনা স্থলে পুলিশ ছিল কিন্তু তারা কাউকে আটক করেনি।

পৌর শহরের আরও কয়েকজন ব্যবসায়ীরা বলেন, কমিটি কাকে দিলো তাতে আমাদের অপরাধ কি। প্রতিবার কমিটির পরে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান কেন ভাঙ্গচুড় করা হয়।

ছাত্রলীগ সূত্রে জানা যায়, রবিবার সন্ধার পরে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারন সম্পাদক লেখক ভট্টাচার্জ স্বাক্ষরিত একটি কমিটি ঘোষনা করা হয় । কমিটিতে মোঃ রেজাউল কবির রেজাকে সভাপতি ও তৌফিকুর রহমান ইমরানকে সাধারন সম্পাদক ঘোষনা করা হয় এর পর থেকেই পদ বঞ্চিতদের কর্মীরা ভাঙ্গচুড় শুরু করে। জেলা ছাত্রলীরে সভাপতি ও সম্পাদক পদে প্রায় অর্ধ শতাধীক পদ প্রত্যাশী ছিল।

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহম্মদ বলেন, আমরা পরিস্থিতি শান্ত করার চেস্টা করতেছি। তাদেরকে বাজার থেকে বের করে জেলা আওয়ামী লীগের কার্যলয়ে সামনে নিয়ে এসেছি এবং এখান থেকে তাদেরকে ছত্র ভঙ্গ করে দিচ্ছি। যাতে তারা আর কোন ধরনের ভাংচুর না করতে পারে।

আরআই

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ