• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

ছাত্রী হেনস্তাকারীদের আজীবন বহিষ্কার করা হবে : চবি উপাচার্য

প্রকাশিত: জুলাই ২৩, ২০২২, ১০:১০ পিএম

ছাত্রী হেনস্তাকারীদের আজীবন বহিষ্কার করা হবে : চবি উপাচার্য

চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রী হেনস্তার ঘটনায় জড়িত বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আজীবন বহিষ্কার করা হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। তিনি বলেন, ’ছাত্রী হেনস্তার ঘটনায় জড়িত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আজকালের মধ্যে আজীবনের জন্য বহিষ্কার করা হবে।’

শনিবার (২৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ৩৪তম সিনেট সভায় ৩১ নম্বর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ওয়াশিকা আয়েশা খানের এক প্রশ্নের জবাবে উপাচার্য এ কথা বলেন ।

সিনেটে ওয়াশিকা আয়েশা খান বলেন, ’বাংলাদেশ নারীর ক্ষমতায়নে অনেক এগিয়ে গেছে। কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীকে হেনস্তার ঘটনা সত্যি দুঃখজনক। তবে আইনশৃঙ্খলা বাহিনী অভিযুক্তদের আটক করতে সক্ষম হয়েছে।’

এ সময় তিনি শিক্ষাঙ্গনে নারীর ক্ষমতায়নের দাবি জানান। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের বেতন, বিদ্যুৎ খাতের ব্যয়, গবেষণা বরাদ্দ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

চবি উপাচার্য বলেন, ‘আমি ঘটনার দিন ঢাকায় ছিলাম। তবে আমাদের প্রক্টরিয়াল বডি এ ঘটনায় কাজ করেছে। আমরা একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছি। আইনশৃঙ্খলা বাহিনী তাদের ব্যবস্থা নিয়েছে। আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের আজীবন বহিষ্কার করব।’

জেইউ/এএল

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ