• ঢাকা মঙ্গলবার
    ০৮ এপ্রিল, ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

দেবিদ্বারে মহাসড়ক অবরোধ করে চেয়ারম্যানের বহিষ্কার দাবি

প্রকাশিত: জুলাই ২২, ২০২২, ০৮:৩৮ এএম

দেবিদ্বারে মহাসড়ক অবরোধ করে চেয়ারম্যানের বহিষ্কার দাবি

রুবেল মজুমদার, কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সভাপতি ম. রুহুল আমিনকে লাঞ্চিত করা ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এমপির অনুসারি আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১১টায় কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার নিউ মার্কেটে চত্ত্বরে এই সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।


এসময় বিক্ষোভ মিছিলে নেতা কর্মীরা দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদের বহিষ্কার ও পদত্যাগের দাবি জানান। পরে  বিক্ষোভকারীরা কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে ঝাড়ু নিয়ে বিক্ষোভ করে। বিক্ষোভ কালে প্রায় এক ঘণ্টা সড়ক বন্ধ ছিল। এতে দীর্ঘ যানজট সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়ে যাত্রী সাধারণ।


সমাবেশে বক্তব্য রাখেন, দেবিদ্বার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি হাজী আবুল কাশেম ওমানী, কুমিল্লা উত্তর জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি শিরিন সুলতানা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এড.নাজমা বেগম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাবুল হোসেন রাজু ওরফে ভিপি বাবুল, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক লিটন সরকার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আবদুল মান্নান মোল্লা, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সাইফুল ইসলাম শামিম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোক্তল হোসেন, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান সুমন, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু কাউছার অনিক ও উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ইকবাল হোসেন রুবেল সহ নেতাকর্মী।


প্রসঙ্গত, ১৬ জুলাই বিকেলে জাতীয় সংসদ ভবনের এলডি হলে দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় একটি ইউনিয়ন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে এমপি রাজি মোহাম্মদ ফখরুল একই উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদকে মারধর করলে, চেয়ারম্যানও এমপির ওপর চড়াও হন। পরে একটি ভিডিও ফুটেজে দেখা যায় চেয়ারম্যান আজাদ কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিনের সাথে বাক বিতন্ডা করছেন।


এইচএ 


আর্কাইভ