মাহফুজ রহমান, জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটে অবৈধভাবে কিডনি ক্রয়-বিক্রয় দালাল চক্রের আরও তিন সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। বুধবার (২০ জুলাই) কালাই উপজেলার পুনট বাসস্ট্যান্ড থেকে তাদের গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুরে জেলা পুলিশের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা এ তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হলেন, জেলার কালাই উপজেলার সরাইল গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে ফুল মিয়া ওরফে রানা ওরফে জুয়েল (৪২), একই উপজেলার
লক্ষিচাপর গ্রামের আঃ কাদেরের ছেলে জুয়েল রানা (২৮) এবং মাত্রাই ইউনিয়নের ছত্রগ্রামের মোখলেছুর রহমানের ছেলে ফিরোজ হোসেন (৩৯)।
পুলিশ সুপার বলেন, ‘কিডনি পাচার চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অভিযানের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, কিডনি চক্রের অন্যতম মূল হোতা ফুল মিয়া ওরফে রানা ওরফে জুয়েল। সে উপজেলার পূর্ব সরাইল গ্রামের মৃত আঃ সাত্তারের ছেলে রায়হান মন্ডল ও তার স্ত্রী মোসলেমা বেগমকে নিয়ে চট্রগ্রামে যাবে। চট্রগ্রামে বসবাসরত এক ব্যক্তির নিকট কিডনি দেওয়ার জন্য তাদেরকে ভারতে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিবেন। এমন তথ্য জানার পর কালাই উপজেলার পুনট বাসস্ট্যান্ড থেকে ভুক্তভোগীদের উদ্ধার ও আসামিদের গ্রেফতার করা হয়।’
পুলিশ সুপার আরও জানান, তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন। এ ছাড়া এ চক্রের অন্য সদস্যদের নাম-ঠিকানা সংগ্রহপূর্বক গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত আছে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), ফারজানা রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার ইশতিয়াক আলমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেইউ
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন