• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

সিলেটে ফাটল ধরা ভবন পরিত্যক্ত ঘোষণা

প্রকাশিত: জুন ৮, ২০২১, ১০:৪৪ পিএম

সিলেটে ফাটল ধরা ভবন পরিত্যক্ত ঘোষণা

সিলেট ব্যুরো

সিলেটে ভূমিকম্পে ফাটল ধরা রাজা জিসি হাইস্কুলের কামরান ভবন পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৮ জুন) শিক্ষা প্রকৌশল অধিদফতর সিলেটের কর্মকর্তারা ভবনটি পরিদর্শন করে পরিত্যক্ত ঘোষণা করেন। 

একই সঙ্গে অপ্রতুল শ্রেণিকক্ষের চাহিদা মেটাতে ছয়তলা ভবন নির্মাণের ঘোষণা দেয়া হয়েছে।

সোমবার সন্ধ্যায় পরপর দুইবার ভূমিকম্পে কেঁপে ওঠে সিলেট। সন্ধ্যা ৬টা ২৯ মিনিটে একবার এবং ৬টা ৩০ মিনিটে আরেকবার ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৮।  ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালপুরে। 

মঙ্গলবার ফাটল ধরা স্কুলভবনটি পরিদর্শন করেন শিক্ষা প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী নজরুল হাকিম। 

তিনি বলেন, ‘মূল ভবনের স্ট্রাকচার বেশ পুরনো। ভূমিকম্প সহনীয় করে এর ভিত্তি তৈরি করা হয়নি। কিন্তু এখন যেসব ভবন হচ্ছে সবগুলো ভূমিকম্প সহনীয় করে তৈরি হয়। এ জন্য ভবনটিতে ফাটল ধরা দিয়েছে। তাই এটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।’

শ্রেণিকক্ষের চাহিদা মেটাতে ছয়তলা নতুন একটি ভবন নির্মাণ করা হবে জানিয়ে তিনি বলেন, ‘বর্তমানে রাজা জিসি স্কুলের জন্য একতলা একটি ভবনের বাজেট বরাদ্দ আছে। এ ভবনটির বরাদ্দ বাড়িয়ে ছয়তলায় উন্নীত করা হবে। একই সঙ্গে তাদের শ্রেণিকক্ষের চাহিদা দ্রুত মেটানো হবে।’

ডব্লিউএস/এম. জামান

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ