• ঢাকা রবিবার
    ২৯ ডিসেম্বর, ২০২৪, ১৫ পৌষ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় চতুর্মুখী সংঘর্ষে নিহত ৩

প্রকাশিত: জুলাই ২০, ২০২২, ০১:৪৪ এএম

ব্রাহ্মণবাড়িয়ায় চতুর্মুখী সংঘর্ষে নিহত ৩

বাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বাস, সিএনজিচালিত অটোরিকশা, পিকআপ ও কাভার্ডভ্যানের চতুর্মুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। মঙ্গলবার (১৯ জুলাই) বিকালে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার বুধন্তী ইউনিয়নের বীরপাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দ বসু জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মর্ডাণ বাস ও সিলেট থেকে ছেড়ে আসা ঢাকামুখী পিকআপ ও সিএনজি চালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। এ ঘটনায় ১০ জন আহত হয়েছেন।ওসি আরও জানান, আহতদের হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ও আহতদের নাম ঠিকানা জানার চেষ্টা চলছে।

হবিগঞ্জের মাধবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুনুতোষ মল্লিক জানান, মঙ্গলবার বিকালে সাড়ে ৫টায় সিলেটগামী মডার্ন পরিবহনের একটি বাস, পিকআপ, একটি সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের চতুর্মুখী সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে তিন বাসযাত্রী নিহত ও আরও আটজন আহত হয়েছেন।

জেডআই/

আর্কাইভ