• ঢাকা রবিবার
    ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

অতিরিক্ত ভাড়া আদায়ে ভোক্তা অধিকার আইনে জরিমানা আদায়

প্রকাশিত: জুলাই ১৭, ২০২২, ০৯:১৮ এএম

অতিরিক্ত ভাড়া আদায়ে ভোক্তা অধিকার আইনে জরিমানা আদায়

ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, ফুলবাড়ী প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ীতে দুরপাল্লার বাস যাত্রীদের কাছে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে তিনটি বাস কাউন্টার কে ভোক্তা অধিকার আইনে ১১হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।


শনিবার (১৬ জুলাই) বিকেল সাড়ে  ৫টায় পৌর শহরের উর্ব্বশী মার্কেটে ভোক্তা অধিকার অইনে অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করা হয়। অভিযান পরিচালনা করেন দিনাজপুর ভোক্তা অধিকার অধিদফতরের সহকারী পরিচালক মমতাজ বেগম।


অভিযান পরিচালনা কালে শ্যামলী এনআর পরিবহন টিকিট কাউন্টারকে ৫ হাজার টাকা,রাহবার টিকিট কাউন্টারকে ৩হাজার টাকা এবং মা এন্টার প্রাইজ কাউন্টারকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ভোক্তা অধিকার আইনের ৪০ ধারায় এই জরিমানা আদায় করা হয়।


এসময় ফুলবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম,উপজেলা প্রেসক্লবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান,জেলা পুলিশ সদস্য সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


দিনাজপুর ভোক্তা অধিকার অধিদফতরের সহকারী পরিচালক মমতাজ বেগম বলেন, যাত্রাীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে,এমন খবর পেয়ে অভিযান পরিচালনা করে এই জরিমানা আদায় করা হয়েছে। এধরনের অভিযান অব্যাহত থাকবে। 


এইচএ 


দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ