• ঢাকা রবিবার
    ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে বাকৃবির শিক্ষকপুত্রের মৃত্যু

প্রকাশিত: জুলাই ১৫, ২০২২, ১১:২২ পিএম

ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে বাকৃবির শিক্ষকপুত্রের মৃত্যু

ময়মনসিংহ ব্যুরো

ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে সোয়াইব নামে নবম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৪ জুলাই) রাত ১০টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বারের মোড়ে অবস্থিত রেললাইনে এই ঘটনাটি ঘটে।

সোয়াইব বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশু পুষ্টি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আল-মামুনের বড় ছেলে। সোয়াইব কৃষি বিশ্ববিদ্যালয় হাই স্কুলের ৯ম শ্রেণির একজন মেধাবী ছাত্র ছিলেন।
তার মা আহমেদ শিমু একজন লেখিকা। 

শুক্রবার (১৫ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দীন। তিনি জানান, সোয়াইবের লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ দাফন করা হবে। 

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ