• ঢাকা বুধবার
    ০১ জানুয়ারি, ২০২৫, ১৮ পৌষ ১৪৩১

নোয়াখালীতে ১৯ লাখ টাকা ছিনতাইয়ে জড়িত ৪ জন গ্রেফতার

প্রকাশিত: জুলাই ১৪, ২০২২, ০৩:৫৩ পিএম

নোয়াখালীতে ১৯ লাখ টাকা ছিনতাইয়ে জড়িত ৪ জন গ্রেফতার

দেশজুড়ে ডেস্ক

নোয়াখালীর চৌমুহনী পৌরসভা এলাকা থেকে ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ১৯ লাখ টাকা ছিনতাইয়ে জড়িত চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে চার লাখ টাকাসহ একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

গত ২০ জুন দুপুর ১২টা ২০মিনিটের দিকে নোয়াখালীর চৌমুহনী পৌরসভা এলাকা থেকে ডাচ ব্যাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের ১৯ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে।

চৌমুহনী ডাচ ব্যাংলা ব্যাংক এজেন্ট ব্যাংককিংয়ের মাস্টার এজেন্ট সাইফুল বাসার বলেন,তিনি বলেন, প্রতিদিনের ন্যায় চৌমুহনী ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের মাস্টার এজেন্টের ১৯ লাখ টাকা ব্যাংক থেকে উত্তোলন করে ডি এস আর মোজাম্মেল হক জামসেদ (৩৮) তা স্থানীয় ডাচ বাংলা ব্যাংক এজেন্ট পয়েন্টগুলোতে বিতরণ করার উদ্দেশে মোটরসাইকেলে যাত্রা করেন। যাত্রা পথে বেলা ১১টার দিকে তিনি চৌমুহনী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আটিয়া বাড়ির পোল সংলগ্ন এলাকায় পৌঁছলে তিন যুবক মোটরসাইকেলে এসে তার গতিরোধ করে ১৯ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। বিষয়টি তাৎক্ষণিক পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

জেডআই/

 

আর্কাইভ