• ঢাকা রবিবার
    ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

ফুলবাড়ীতে পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন

প্রকাশিত: জুলাই ১৩, ২০২২, ০৮:৩৭ এএম

ফুলবাড়ীতে পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন

ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, ফুলবাড়ী প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার আলাদিপুর ইউনিয়নের ভাষাপাড়া রাধাকৃষ্ণ আশ্রম চত্বরে মঙ্গলবার (১২ জুলাই) সকাল ১১ টায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের এক সভা অনুষ্ঠিত হয়েছে।


উপজেলা আলাদিপুর ইউনিয়ন শাখা কমিটি গঠনকল্পে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন এলাকার বিশিষ্ট সমাজসেবী কর্ণধর বর্মন। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখা অন্যতম সদস্য সাংবাদিক প্লাবন শুভ'র সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দিনাজপুর জেলা শাখার নির্বাহী পরিষদ সদস্য, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি, দৈনিক ইত্তেফাক সংবাদদাতা সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক অনিল চন্দ্র সরকার। এতে প্রধান বক্তব্য হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফুলবাড়ী শাখার সদস্য সচিব প্রধান শিক্ষক ধীমান চন্দ্র সাহা।


এছাড়াও বক্তব্য রাখেন প্রভাষক গৌতম চন্দ্র রায়, উজ্জ্বল চন্দ্র রায়, গোবিন্দ চন্দ্র রায়, হরিশ চন্দ্র রায় পরেশ চন্দ্র সরকার প্রমুখ। শেষে উজ্জ্বল চন্দ্র রায়কে আহবায়ক এবং গোবিন্দ চন্দ্র রায়কে সদস্য সচিব নির্বাচিত করেন সাত সদস্য বিশিষ্ট ফুলবাড়ী উপজেলা ২নং আলাদিপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড শাখা কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, রবীন্দ্রনাথ রায়, হরিশ চন্দ্র রায়, পরেশ চন্দ্র সরকার, শংকর নাথ রায় ও দ্বীপ চন্দ্র রায়। অনুষ্ঠানে এলাকার সর্বন্তরের হিন্দু সম্প্রদায়ের নারী ও পুরুষরা উপস্থিত ছিলেন। 


এইচএ 



দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ