মো. কামরুজ্জামান, বাগেরহাট প্রতিনিধি
ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মধ্যদিয়ে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সর্ববৃহৎ ঈদুল আজহার জামাত বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে অনুষ্ঠিত হয়েছে। এখানে ৩টি ঈদ জামাত অনুষ্ঠিত হয়। সকাল ৭টায় প্রথম, পৌনে ৮টায় দ্বিতীয় ও ৮টা ৪৫ মিনিটে তৃতীয় ও শেষ জামাত অনুষ্ঠিত হয়। বাগেরহাট, খুলনা, পিরোজপুর, গোপালগঞ্জসহ বিভিন্ন জেলা থেকে আগত সুসল্লীগণ এ জামাতে অংশগ্রহণ করেন।
বাগেরহাট জেলা প্রশাসক মো. আজিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আই সি টি হাফিজ আল আসাদ, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, ষাটগম্বুজ ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান বাচ্চু, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্ট আলেমগণসহ ব্যাপক সংখ্যক মুসল্লী এই ঈদের জামায়াতে অংশ নেন। এ সময় দেশ ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
পরে নামাজ শেষে আগত মুসল্লীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন জেলা প্রশাসক আজিজুর রহমান। তিনি প্রত্যেককে ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে দেশের উন্নয়নে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
ঈদের নামাজ শেষে সংসদ সদস্য শেখ তন্ময়ের পক্ষ থেকে আগত সকল মুসল্লীদের মিষ্টি খাওয়ানো হয়।
এ ছাড়াও বাগেরহাটের আলীয়া মাদরাসা ঈদগাহ ময়দান, বাসাবাটী ঈদগাহ ময়দান, সরুই মাদরাসা ময়দানসহ জেলার প্রতিটি ঈদগাহ ময়দানে ব্যাপক সংখ্যক মুসল্লীরা ঈদুল আজহার নামাজ আদায় করেন।
হজরত খান জাহান (রহ.) এর সৃষ্টি ষাটগম্বুজ মসজিদের প্রায় সাড়ে ৬০০ বছর ধরে ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে।
জেইউ
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন