• ঢাকা রবিবার
    ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

ফুলবাড়ী সীমান্তে বিপুল পরিমাণ মাদকসহ ৩ কারবারি আটক

প্রকাশিত: জুলাই ৪, ২০২২, ১১:৫১ পিএম

ফুলবাড়ী সীমান্তে বিপুল পরিমাণ মাদকসহ ৩ কারবারি আটক

ফুলবাড়ী প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩২৩ বোতল ফেনসিডিল ও ১৪ কেজি গাঁজাসহ তিন চোরাকারবারিকে আটক করেছে ফুলবাড়ীস্থ ২৯ বিজিবির সদস্যরা।

আটককৃতরা হলেন, উপজেলার কাজিহাল ইউনিয়নের রসুলপুর মুরারীপুর গ্রামের সাজন্ট চৌধুরী (২৮), জাইদুল ইসলাম (৩০), পুনু মিয়া (৩২)। 

জানা যায়, রোববার (৩ জুলাই) বিকালে উপজেলার কাজিহাল ইউনিয়নের ফুলবাড়ী ২৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের আওতায় রসুলপুর বিওপির অধীনস্থ ৩০০নং মেইন পিলারের ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভারত থেকে পাচার করে নিয়ে আসার সময় রসুলপুর পলিপাড়া নামক স্থান থেকে এই বিপুল পরিমাণ মাদকসহ তিন পাচারকারীকে আটক করে ২৯ বিজিবি সদস্যরা।

ফুলবাড়ী ২৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো.আলমগীর কবীর বলেন, ’গোপন সংবাদের ভিত্তিতে রসুলপুর বিওপির ক্যাম্প কমান্ডার হাবিলদার ময়েন উদ্দিনের নেতৃত্বে একদল বিজিবি সদস্য রসুলপুর বিওপির অধীনস্থ রসুলপুর পলিপাড়া কলাবাগান নামক স্থানে ওৎপেতে থেকে চোরাকারবারিদের ধাওয়া করে। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ার সময় তিনজনকে আটক করে। এ সময় আরও ৮ জন পালিয়ে যায়। পরে আটক তিনজন ও পলাতক ৮ জনসহ ১১ জনের নামে মামলা দায়ের করা হয়।’

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আশ্রাফুল ইসলাম বলেন, ’আটক আসামিদের সোমবার (৪ জুলাই) সকালে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।’

জেইউ

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ