• ঢাকা শুক্রবার
    ২৪ জানুয়ারি, ২০২৫, ১১ মাঘ ১৪৩১

সিলেটে ভূমিকম্পে রাজা জিসি স্কুল ভবনে ফাটল

প্রকাশিত: জুন ৭, ২০২১, ১০:২২ পিএম

সিলেটে ভূমিকম্পে রাজা জিসি স্কুল ভবনে ফাটল

সিলেট ব্যুরো

সিলেটে ভূমিকম্পে একটি স্কুল ভবনে ফাটল দেখা দিয়েছে। নগরীর রাজা জিসি স্কুল ভবনে ভূমিকম্পের কিছুক্ষণ পরই ফাটল দেখা দেয়। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়। 

সোমবার (৭ জুন) সন্ধ্যায় পরপর দুই দফা ভূমিকম্প অনুভূত হয় সিলেট নগরীতে। সন্ধ্যা ৬টা ২৭ এবং ৬টা ২৯ মিনিটে দুই দফা ভূমিকম্প অনুভূত হয়।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৮ মাত্রা। 

সিলেটের শতবর্ষী ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ রাজা জিসি উচ্চ বিদ্যালয়টি ১৮৮৬ সালে নির্মাণ করেন প্রখ্যাত দানশীল ও শিক্ষানুরাগী রাজা গিরিশ চন্দ্র। ভূমিকম্পে প্রয়াত সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের নামে স্কুলটির ‘বদরউদ্দিন কামরান ভবন’-এ ফাটল দেখা দেয়। 

ভবনটি ২০০৬ সালে নির্মাণ করা হয়েছিল। ওই ভবনের বিভিন্ন কক্ষের দেয়ালে ফাটল দেখা দিয়েছে। কিছু কিছু জায়গায় পলেস্তারা খসে পড়েছে। এ ছাড়া কিছুটা হেলে পড়েছে ভবনটি। 

রাজা জিসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মুমিন জানান, ভূমিকম্পের পর স্কুলের আয়ার কাছ থেকে ফাটলের খবর পেয়ে তিনি ছুটে আসেন। ভবনটি কিছুটা হেলে পড়েছে। বিদ্যালয় খোলার আগেই ভবন সংস্কারের দাবি জানিয়েছেন তিনি।

ডব্লিউএস/এম. জামান

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ