প্রকাশিত: জুন ২৮, ২০২২, ০৭:০৮ পিএম
ময়মনসিংহের
মুক্তাগাছা উপজেলায় ছাপ দেয়া টাকার মোড়কে কেক, বিস্কুট,
আইসক্রিমসহ
বিভিন্ন খাদ্য বিক্রি হচ্ছে। মোড়কে ৫০০ ও ১ হাজার টাকার ছাপ থাকায় শিশুরা এ সব
খাদ্যের প্রতি আকর্ষিত হচ্ছে। ভেজাল এ সব খাদ্য খেয়ে শিশুরা জটিল ও কঠিন রোগে
আক্রান্ত হচ্ছে।
স্থানীয়দের
অভিযোগ, এক শ্রেণির ব্যবসায়ী শিশুদের আকর্ষণ করে ব্যবসা
করার জন্য টাকার ছাপ দেয়া মোড়ক ব্যবহার করছে।
পোড়া তেল,
মবিলে
ভাজা এ সব খাদ্য খুবই নিম্নমানের। যা শিশুদের দাঁত ও মাড়ি ক্ষতিগ্রস্ত করছে। পেটে
গ্যাস জমা হয়ে নানা রোগ সৃষ্টি করছে।
ছোট
বয়সে টাকার অনুকরণে এ সব নোট শিশু মনের সুষ্ঠু বিকাশে নানা বিরূপ প্রতিক্রিয়ার
সৃষ্টি করছে। এর প্রভাবে শিশুরা অপরাধপ্রবণতার দিকেও ঝুঁকতে পারে। এ সব বন্ধে
প্রশাসনের আশু দৃষ্টি কামনা করেছেন এলাকার সচেতন মানুষজন।
সরেজমিনে
উপজেলার চেচুয়া বাজারে একটি পান দোকানে নকল টাকায় মোড়ানো কেক, বিস্কুট
বিক্রি করতে দেখা গেছে। বিক্রেতারা জানান, লাভের আশায়
বিক্রি করি। তা ছাড়া টাকার গায়ে ‘নমুনা টাকা’ লেখা আছে।
স্কুল শিক্ষক
মিজানুর রহমান জানান, দূর থেকে দেখলে আসল টাকা মনে হয়।
শিক্ষক তোফায়েল
আহমেদ বলেন, এ সব ঠিক না। বাজারে অনেক দিন ধরেই এ সব মোড়কে
কেক, বিস্কুটসহ বিভিন্ন খাদ্য বিক্রি হচ্ছে।
এ ব্যাপারে
মুক্তাগাছা থানার ওসি মাহাবুবুল বাসান জানান, বিষয়টি আমার
জানা নেই। খোঁজখবর নিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।
এস/এএল