ফুলবাড়ী প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ীতে মালবাহী ট্রাকের চাপায় শহিদুল ইসলাম (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (২২ জুন) দুপুর দেড়টার দিকে দিনাজপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী পৌর শহরের নিমতলা মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শহিদুল ইসলাম বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের কাটলা বাজারের মৃত নবাব উদ্দিন এর ছেলে। তিনি পেশায় একজন দর্জি।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, শহিদুল বুধবার দুপুরে বিরামপুর থেকে মোটরসাইকেলযোগে ফুলবাড়ীতে হালখাতার অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথে ফুলবাড়ী পৌর শহরের নিমতলা মোড়ে দিনাজপুর থেকে ছেড়ে আসা গোবিন্দগঞ্জগামী একটি মালবাহী ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই শহিদুল ইসলামের মৃত্যু হয়।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুল ইসলাম বলেন, ’মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। ড্রাইভার এবং হেলপার পলাতক রয়েছে। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এএস/এএল
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন