দেশজুড়ে ডেস্ক
কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ২, ৫, ৬ ও ৯ নম্বর ওয়ার্ডে চলমান বিশেষ লকডাউন আরও সাত দিন বাড়ানো হয়েছে। দ্বিতীয় ধাপে এই লকডাউন চলবে ৭ জুন থেকে ১৩ জুন পর্যন্ত।
জানা গেছে, লকডাউন চলাকালে প্রয়োজন ছাড়া বের হওয়া যাবে না। বাজার বা কোথাও জনসমাগম করা যাবে না। জরুরি প্রয়োজনে বাইরে বের হলেও অবশ্যই মাস্ক পরে থাকতে হবে। এ সময় ওষুধ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান, জরুরি সেবা ছাড়া সব বন্ধ থাকবে।
রোববার (৬ জুন) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় উখিয়া উপজেলা প্রশাসন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত এক মাসে উখিয়া উপজেলায় চার শতাধীক মানুষের করোনা শনাক্ত হয়। এর মধ্যে দুই শতাধীক রোগী পাওয়া গেছে রাজাপালং ইউনিয়নের ২, ৫, ৬, ৯ ওয়ার্ডে। করোনা সংক্রমণ এখনও নিয়ন্ত্রণে না আসায়; জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সিদ্ধান্ত অনুযায়ী বিশেষ লকডাউনের মেয়াদ আরও সাত দিন বাড়ানো হয়েছে।
বিশেষ লকডাউন চলাকালে কর্মহীন ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এ দিকে সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, ৬ জুন পর্যন্ত কক্সবাজারে করোনা আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৬০৭ জন। এর মধ্যে রোহিঙ্গা ১ হাজার ৩২৯ জন। উখিয়ায় আক্রান্ত ১ হাজার ৩২৮ জন। এদের মধ্যে শতকরা ৭০ ভাগই রোহিঙ্গা ক্যাম্পের বাইরের। এ পর্যন্ত করোনায় রোহিঙ্গা মারা গেছে ১৭ জন।
টিআর/এএমকে
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন