• ঢাকা শনিবার
    ২৩ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

শরীয়তপুরে ইউপি নির্বাচন: নারী-শিশুসহ গুলিবিদ্ধ ৩

প্রকাশিত: জুন ১৬, ২০২২, ০৪:৩৮ এএম

শরীয়তপুরে ইউপি নির্বাচন: নারী-শিশুসহ গুলিবিদ্ধ ৩

দেশজুড়ে ডেস্ক

শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে গোলাগুলির ঘটনা ঘটেছে। বুধবার (১৫ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে এই গোলাগুলির ঘটনা ঘটে। এতে দুই বছর বয়সী এক শিশুসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছে।

গুলিবিদ্ধরা হলেন- ইমরান বেপারী (৩০), রুবিনা আক্তার (৩৫) ও তার শিশু সন্তান লামিসা। তাদের তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুলিবিদ্ধ রুবিনা আক্তার জানান, আমরা বাসায় ছিলাম। ঘরের জানালা খোলা ছিল। সেসময় জানালা দিয়ে গুলি এসে আমার দুই বছরের শিশুর ও আমার শরীরে লাগে। এতে আমরা আহত হই। আহত অবস্থায় আমরা প্রথমে স্থানীয় হাসপাতালে চিকিৎসা নেই। পরে আমাদের ঢামেক হাসপাতালে পাঠানো হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউপি নির্বাচনে গুলিবিদ্ধ হয়ে তিনজন ঢাকা মেডিকেলে এসেছেন। এদের মধ্যে ইমরানের মাথায় গুলি লেগেছে। এছাড়াও দুই বছরের শিশুর ও শিশুর মায়ের শরীরে গুলি লেগেছে। ঢামেকের জরুরি বিভাগে তারা চিকিৎসাধীন রয়েছেন।

জেডআই/

আর্কাইভ