• ঢাকা মঙ্গলবার
    ২৪ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

বজ্রপাতে সারা দেশে ১১ জনের মৃত্যু

প্রকাশিত: জুন ৬, ২০২১, ১০:১০ পিএম

বজ্রপাতে সারা দেশে ১১ জনের মৃত্যু

দেশজুড়ে ডেস্ক

বজ্রপাতে সারা দেশে ১১ জনের মৃত্যু হয়েছে। রোববার (৬ জুন) সিরাজগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, মানিকগঞ্জ, মাগুরা, নোয়াখালী ও পাবনায় পৃথক বজ্রপাতের ঘটনায় এসব মৃত্যুর ঘটনা ঘটে। 

সিটি নিউজ ঢাকার প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত-

সিরাজগঞ্জ : বজ্রপাতে সিরাজগঞ্জে এক নারীসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে জেলার শাহজাদপুরে দুইজন, উল্লাপাড়ায় দুইজন ও বেলকুচিতে একজনের মৃত্যু হয়েছে। রোববার (৬ জুন) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পৃথকভাবে ঝড়বৃষ্টিতে বজ্রপাতে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন- জেলার শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের চর আঙ্গারু গ্রামের আমানত হোসেনের ছেলে জুয়েল রানা (২৪), নরিনা ইউনিয়নের বাতিয়া গ্রামের ভোলা পণ্ডিতের ছেলে আলহাজ পণ্ডিত (৫০), উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার আঙ্গারু গ্রামের মোহাম্মদ আলীর ছেলে রফিকুল ইসলাম (৪৫), উধুনিয়া ইউনিয়নের আগদিঘল গ্রামের শাহেদ আলীর ছেলে ফরিদুল ইসলাম (১৫) ও বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের চর শমেসপুর গ্রামের ইউসুফ আলীর স্ত্রী লাইলী খাতুন (৬২)।

রাজবাড়ী : রাজবাড়ীর পাংশায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (৬ জুন) বিকেলে উপজেলার হাবাসপুর ইউনিয়নের চর-আফড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

মৃত আশরাফ সরদার (২৬) উপজেলার পৌর এলাকার নারায়ণপুর গ্রামের রশিদ সরদারের ছেলে।

মাদারীপুর : মাদারীপুরের শিবচরে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। রোববার (৬ জুন) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। শিবচর থানার ওসি মিরাজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত আয়েশা বেগম (৫০) উপজেলার চরজানাজাত ইউনিয়নের বালুরটেক এলাকার ছোরফান হাওলাদারের স্ত্রী। 

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে আয়েশা বেগম তাদের নিজ জমিতে বাদাম তুলতে যান। বিকেলের দিকে হঠাৎ বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চরজানাজাত ইউনিয়নের স্বাস্থ্য সহকারী আ. জলিল মিয়া জানান, বিকেলে বৃষ্টির সময় একটি বজ্রপাতে আয়েশা বেগম মারা যান।

মানিকগঞ্জ : মানিকগঞ্জে বজ্রপাতে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (৬ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে জেলার ঘিওর উপজেলার বৈলট গ্রামে এই বজ্রপাতের ঘটনা ঘটে। 

নিহত মোহাম্মদ শাহীন (১৮) ঘিওর সদর ইউনিয়নের বৈলট গ্রামের মুক্তারের ছেলে এবং স্থানীয় মহাদেবপুর ইউনিয়ন ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র।

মাগুরা : জেলার মহম্মদপুর উপজেলায় বজ্রপাতে এক নারীর মৃত্যু হয়েছে। রোববার (৬ জুন) বিকেলে উপজেলার ঘুল্লিয়া ঠাকুরপাড়ায় এ ঘটনা ঘটে।

মৃত ছকিরন বেগম (৫৫) বিনোদপুর ইউনিয়নের ঘুল্লিয়া গ্রামের সুরমাউন শেখের স্ত্রী।

নোয়াখালী : জেলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার সোনাদিয়া ইউনিয়নে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ছাড়া জেলার কবিরহাট, কোম্পানীগঞ্জ, সেনবাগ ও সুবর্ণচরে বজ্রপাতে মারা গেছে সাতটি গরু ও একটি মহিষ।

রোববার (৬ জুন) বিকেল ৫টার দিকে ৩ নং পূর্ব মাইছরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মো. খোকন (৩৬) ওই গ্রামের সৈয়দ মুন্সির ছেলে।

পাবনা : বজ্রপাতে জেলার আটঘরিয়ায় এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। রোববার (৬ জুন) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত যুথি খাতুন পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের পাইকেল গ্রামের নজরুল ইসলামের মেয়ে।

ডব্লিউএস/এম. জামান
আর্কাইভ