মো. রাসেল, বরগুনা প্রতিনিধি
বরগুনার বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান পদের উপ-নির্বাচন স্থগিত করছেন নির্বাচন কমিশন। রোববার (১২ জুন) সন্ধ্যায় উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বেতাগী উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, বাংলাদেশ নির্বাচন কমিশনের আদেশে বেতাগীর কাজিরাবাদের ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন স্থগিত করা হয়েছে। নির্বাচন স্থগিত করে ইতিমধ্যে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
তিনি আরও জানান, উপ নির্বাচনকে কেন্দ্রকরে ইউনিয়নে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। তাই নির্বাচন কমিশন এ ইউনিয়নের নির্বাচন স্থগিত করেছে। তবে স্থগিত হওয়া নির্বাচন কবে অনুষ্ঠিত হবে তা এখনও সিদ্ধান্ত হয়নি।
প্রসঙ্গত, গত বছরের ২১ জুন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বেতাগীর কাজিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন আলহাজ্ব মোশাররফ হোসেন। চলতি বছরের ৯ জানুয়ারি তিনি মারা যান। এরপর এই ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ১৫ জুন কাজিরাবাদ ইউনিয়নে উপ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
সাজেদ/
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন