• ঢাকা রবিবার
    ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

এক পিস লিচু ১৬ টাকা

প্রকাশিত: জুন ৬, ২০২২, ১০:২৭ পিএম

এক পিস লিচু ১৬ টাকা

ফুলবাড়ী প্রতিনিধি

বর্তমানে চলছে মধুমাস জ্যৈষ্ঠ। আর মধুমাস মানেই বিভিন্ন ফলের সমাহার। বর্তমানে দিনাজপুরের বিভিন্ন উপজেলার বাজারগুলোতে লিচু, আমের উপস্থিতিই জানান দিচ্ছে মধুমাসের উপস্থিতি। লিচুর জন্য বিখ্যাত দিনাজপুর কিংবা চাল-লিচুতে ভরপুর জেলার নাম দিনাজপুর বলা হলেও লিচু কিনতে গেলে চোখ কপালে উঠছে। 

সোমবার (৬ জুন) জেলার ফুলবাড়ী পৌর ফল বাজারে দেখা যায়, প্রতি লিচু ১৬ টাকা অর্থাৎ ১৬০০ টাকায় ১০০ লিচু। লিচুর নাম ‘চায়না থ্রি’ বর্তমানে দিনাজপুরে বিখ্যাত। সাইজে বড়, খেতে সুস্বাদু ও রসালো।

সোমবার দুপুরে দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের নিমতলা মোড়, উর্ব্বশী সিনেমা হলের সামনের ফল বাজার গিয়ে দেখা যায়, হাতে গোনা কয়েকজন বিক্রেতা ঝাঁকায় করে লিচু বিক্রি করছেন। তারা ১০০ লিচু ১৬০০ টাকা চাচ্ছেন (এক হাজার ছয় শত টাকা)। অর্থাৎ একটি লিচুর দাম ১৬ টাকা! অবশ্য সব লিচুর দাম তাই না। চায়না-থ্রী জাতের লিচুর দাম এমন।

কেন এত দাম বেশি জানতে চাইলে লিচু বিক্রেতা লিচু বিক্রেতা সেকেন্দার, আশরাফুল বলেন, এটা চায়না লিচু। দেশি না। নাম ‘চায়না থ্রি’। এক লিচু ৩ লিচুর সমান। তাছাড়া এবার লিচু ফলন কম হওয়ায় দাম বেশি। এছাড়া প্রতি বছর চায়না থ্রি লিচুর দাম একটু বেশিই থাকে।

লিচু ব্যবসায়ী সুজন জানান, এবার লিচুর ফলন কম। তার ওপর চায়না-থ্রি লিচুর বাগানও কম তাই দাম একটু বেশি। তিনি আরও বলেন, চায়না-থ্রি জাতের ৬০ গাছের বাগান কেনা হয়েছে ৯০ হাজার টাকায়। ওই বাগানের ৬০টি লিচু গাছ থেকে লিচু পাওয়া গেছে মাত্র ১২০০ (এক হাজার দুইশ’) এখন আপনারা বলেন কত টাকা করে লিচু বিক্রি করব? একই সাথে তিনি বলেন, ফলন ভাল হলে ওই বাগানে লিচু হতো প্রায় দেড় লাখ।

তবে পৌর বাজারের বিভিন্ন স্থানে বিক্রি হচ্ছে  বেদানা, কাঁঠালি ও চায়না-থ্রি জাতের লিচু। শাঁস বেশি এবং সুস্বাদু হওয়ায় বেদানা ও চায়না-থ্রি জাতের লিচুর দাম বেশি থাকে প্রতি বছরই। এ জাতের লিচু বাজারে অন্যান্য বছরে প্রতি ১০০ পিস বিক্রি হয় ৮০০ থেকে এক হাজার টাকায়। যা এবার ফুলবাড়ী বাজারে বিক্রি হচ্ছে সর্বচ্চো একশ লিচু ১৬০০ টাকা থেকে ১৩০০ টাকা দরে। তবে দেশী কিংবা বোম্বাই, মাদ্রাজি লিচু বিক্রি হচ্ছে একশ লিচু ২৫০ টাকা থেকে ৩০০ টাকা দরে।

শহরের উর্ব্বশী সিনেমা হলের সামনে লিচু কিনতে আসা আব্দুর রাজ্জাক বলেন, লিচু কিনতে এসে আক্কেল গুড়ম। একশ লিচু ১৬০০ টাকা। অর্থাৎ প্রতি পিছ লিচু ১৬ টাকা। কি আর করা তবু কিনতে হবে দিনাজপুরের লিচু বলে কথা মেয়ে জামাই বাড়ীতে পাঠাতে হবে।

উপজেলা কৃষি দপ্তর সূত্রে জানা যায়, উপজেলায় মোট ৬৮ হেক্টর জমিতে লিচুর বাগান রয়েছে। প্রতি হেক্টরে সাড়ে ৪ দশমিক ৭১ মে.টন লিচু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উপজেলায় বিভিন্ন জাতের লিচু ব্যাপকহারে চাষাবাদ হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার দাপ্তরিক কাজে বিভাগীয় শহরে থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

কেটি/ওআইডি

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ