• ঢাকা শনিবার
    ০৯ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

রামেকের করোনা ওয়ার্ডে আরও ৬ জনের মৃত্যু

প্রকাশিত: জুন ৬, ২০২১, ১১:২৮ এএম

রামেকের করোনা ওয়ার্ডে আরও ৬ জনের মৃত্যু

দেশজুড়ে ডেস্ক

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে দুইজন ও উপসর্গে চারজনের মৃত্যু হয়।

রোববার (৬ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস।

তিনি বলেন, ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ওয়ার্ডে ছয়জন মারা গেছেন। তাদের মধ্যে করোনায় দুইজনের মৃত্যু হয়েছে। বাকি চারজনের মৃত্যু হয়েছে করোনা উপসর্গ নিয়ে। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলার তিনজন,  রাজশাহীর একজন, নাটোরের একজন ও চুয়াডাঙ্গার একজন রয়েছেন। স্বাস্থ্যবিধি মেনে লাশগুলো দাফনের পরামর্শ দেয়া হয়েছে।

শুক্রবার (৪ জুন) সকাল ১০টা থেকে শনিবার সকাল ১০টা পর্যন্ত হাসপাতালে আটজন মারা যান। বৃহস্পতিবার (৩ জুন) সকাল ১০টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় মারা যান ১৬ জন। রামেক হাসপাতালে করোনায় মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড এটি।

টিআর/এএমকে

আর্কাইভ