• ঢাকা মঙ্গলবার
    ২৪ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

নাটোরে ইমো প্রতারক চক্রের ৯ সদস্য আটক

প্রকাশিত: মে ২২, ২০২২, ১১:৩৪ পিএম

নাটোরে ইমো প্রতারক চক্রের ৯ সদস্য আটক

নাটোর প্রতিনিধি

নাটোরের লালপুরে ‘ইমো’ হ্যাক প্রতারক চক্রের ৯ সদস্যকে আটক করেছে পুলিশ।

রবিবার (২২ মে) বিকালে নাটোর পুলিশ সুপারের কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার লিটন কুমার সাহা। 

আটককৃতরা হলো- মো. সাহেব ইসলাম (২১), মো. শাকিল (২২), মো. সাহাবুল ইসলাম (৩৫), মো. রুবেল (৩০), মো. রবিউল ইসলাম (৪২), চন্দন কুমার (২৩), সিরাজুল ইসলাম (৩২), মো. আশরাফুল ইসলাম (২৫) এবং মো. রাজু হোসেন (১৭)। 

পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, রবিবার ভোররাতে লালপুর উপজেলার পাইকপাড়া বাজারে পুলিশের টহল টিম জানতে পারে স্থানীয় জোতগৌরী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক দল ইমো হ্যাকার অবস্থান করছে। তারা ইমো হ্যাক করে কণ্ঠ পরিবর্তনের মাধ্যমে বিভিন্ন ছবি ও ভিডিও প্রদর্শন করে প্রতারণার মাধ্যমে দেশ-বিদেশের বিভিন্ন ব্যক্তির নিকট থেকে কৌশলে অর্থ আদায় করছে। এ সময় সেখানে ঝটিকা অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় পুলিশ অভিযান চালিয়ে ৯ সদস্যকে আটক করে। তাদের কাছ থেকে ৮টি স্মার্টফোন ও সিমকার্ড উদ্ধার করা হয়। 

পুলিশ সুপার আরও জানান, তারা পরস্পরের সহায়তায় দীর্ঘদিন ধরে প্রবাসীসহ দেশের বিভিন্ন জেলার মানুষদের সঙ্গে ইমো সফটওয়্যারে অবৈধ প্রবেশ ও একাউন্ট হ্যাক করে পুরুষ ও নারী ছদ্মবেশ ধারণ করে গোপনে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নিতো বলে স্বীকার করে। 

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনোয়ারুজ্জামান বলেন, ‘এ ঘটনায় লালপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।’

এসএ/এএল

আর্কাইভ