• ঢাকা শুক্রবার
    ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

পাটুরিয়ায় দীর্ঘ যানজট, পারের অপেক্ষায় ৭০০ ট্রাক

প্রকাশিত: মে ২২, ২০২২, ০৭:০৯ পিএম

পাটুরিয়ায় দীর্ঘ যানজট, পারের অপেক্ষায় ৭০০ ট্রাক

দেশজুড়ে ডেস্ক

পাটুরিয়া ঘাটে দীর্ঘ যানজট দেখা দিয়েছে। প্রায় ৭০০ ট্রাক পারের অপেক্ষায় রয়েছে। নৌরুটটিতে ফেরি স্বল্পতা ও পদ্মা-যমুনা নদীতে দ্রুত পানি বৃদ্ধি, প্রচণ্ড স্রোত ও যানবাহন বেড়ে যাওয়ার কারণে রবিবার (২২ মে) সকালে এ সংকট দেখা দিয়েছে।

এ রুটে চলাচলরত ১৯টি ফেরির মধ্যে সন্ধ্যা মালতীসহ তিনটি ফেরি বিকল থাকায় ১৬টি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। কিন্তু স্রোতের কারণে সেগুলোরও চলাচলে সময় বেশি লাগছে। এতে ঘাট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে।

স্বাভাবিকভাবে ফেরি চলাচল করতে সময় লাগতো মাত্র ২৫ থেকে ৩০ মিনিট। এখন লাগছে প্রায় এক ঘণ্টা। অনেক সময় আবার ঘাটে ভিড়তেই পারছে না স্রোতের কারণে। নদীতে দ্রুত পানি বৃদ্ধির কারণেও একই সমস্যা হচ্ছে।

পাটুরিয়া ঘাট এলাকায় যানজট দেখা দেওয়ায় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী বাস ও কোচ পারাপার করায় পণ্যবাহী ট্রাকচালকদের ঘাটেই পড়ে থাকতে হচ্ছে।

গাজীপুর থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী ট্রাকচালক ইমাম হোসেন জানান, তিনি গত শুক্রবার রাতে পটুরিয়া ঘাটে আসেন। ফেরি স্বল্পতা ও নদীতে স্রোতের কারণে ফেরি চলাচলে সময় বেশি লাগছে। তাই ঘাটে যানজটের কারণে রবিবার সকাল ৮টা পর্যন্ত অপেক্ষায় থেকেও ফেরির টিকিট পাননি।

ঢাকার মতিঝিল থেকে ছেড়ে আসা যশোরগামী ট্রাকচালক রাজ্জাক মোল্লা জানান, শনিবার (২১ মে) সকালে পাটুরিয়া ঘাটে আসেন। কিন্তু আজ সকাল সাড়ে ৮টা পর্যন্ত অপেক্ষায় থেকেও ফেরির টিকিট পাননি। এ রকম প্রায় ৭০০ ট্রাক পারের অপেক্ষায় রয়েছে।

আরিচা অফিসের বিআইডব্লিউটিসির ডিজিএম খালেদ নেওয়াজ জানান, এ রুটে ফেরি স্বল্পতা ও নদীতে প্রচণ্ড স্রোতের কারণে ফেরি চলাচলে সময় বেশি লাগছে। এ কারণে ঘাট এলাকায় যানজটের সৃষ্টি হচ্ছে।

আরিচা অফিসের বিআইডব্লিউটিসির নির্বাহী প্রকৌশলী রুবেলুজ্জামান জানান, এ রুটে চলাচলকারী বেশিরভাগ ফেরি দীর্ঘদিনের পুরনো। এ কারণে ফেরিগুলো স্রোতের সঙ্গে সেভাবে পাল্লা দিতে পারছে না।

এফএ/এএল
আর্কাইভ