• ঢাকা রবিবার
    ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

ফুলবাড়ীতে তালা ভেঙে ৪ গরু চুরি

প্রকাশিত: মে ২২, ২০২২, ১২:২৬ এএম

ফুলবাড়ীতে তালা ভেঙে ৪ গরু চুরি

ফুলবাড়ী প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ীতে চারটি তালা ভেঙে পাঁচটি গরু চুরি করে নিয়ে গেছে চোরেরা। শুক্রবার (২০ মে) দিবাগত রাতে উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের নবগ্রাম গ্রামের মো.আমজাদ মন্ডলের ছেলে নাজমুল হকের বাড়িতে এই দুধর্ষ চুরির ঘটনা ঘটে।

এ নিয়ে ওই গ্রামে গত দুই বছরে ২৪টি গরু চুরি হয়েছে বলে অভিযোগ গ্রামবাসীদের। এ ঘটনায় অতঙ্কিত হয়ে পড়েছেন তারা।

ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয়রা জানায়, শুক্রবার দিবাগত রাতে পরিবারের লোকজন ঘুমিয়ে পড়েন। এ সময় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল,বাড়ির লোকজন ঘুমিয়ে পড়ে। এই সুযোগে চোরেরা বাড়ির প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে প্রধান ফটকের তালা ভাঙে এবং গোয়াল ঘরের দরজার তিনটি তালা ভেঙে তিনটি গাভী ও দুইটি এড়ে বাছুরসহ মোট পাঁচটি গরু চুরি করে নিয়ে গেছে।

রাত টার দিকে পরিবারের লোকজন ঘুম থেকে জেগে দেখেন গোয়াল ঘর এবং মূল গেটের তালা ভাঙা, গোয়ালে গরু নেই। তাৎক্ষণিক ৯৯৯-এ ফোন করে পুলিশকে জানালে পরে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেন।

গরুর মালিক নাজমুল হকের ভাই মহসিন রেজা জানান, গত ২০২০ সালেও একইভাবে ১০টি গরু এক দিনে চুরি হয় তাদের। সেই সময় তার আর এক ভাই মিজানুর রহমান বাদী হয়ে থানায় মামলা করলে পাঁচজনকে আটক করা হয়। কিন্তু গরুগুলো আজও উদ্ধার করতে পারেনি পুলিশ। এনিয়ে গত দুবছরে মোট ১৫টি গরু চুরি হলো।

ওই গ্রামের আলিমুদ্দিনের ছেলে আবুল কালাম বলেন, ‘গত বছরের ২৭ জুলাই তার পাঁচটি গরু চুরি হয়েছে।‘ তিনি বলেন, একইভাবে এই গ্রামের জাহিদুলের দুটি ও আতাউরের দুটি গরুসহ এই নবগ্রাম থেকে গত দুই বছরে ২৪টি গরু চুরি হয়েছেযা আজও উদ্ধার করতে পারেনি পুলিশ। চুরির কারণে তিনি আর গরু পালন করেন না।’

এ ঘটনায় শনিবার দুপুরে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জুরায় চৌধুরী ঘটনাস্থল পরিদশন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নিয়েছেন।

এ সময় তিনি বলেন, ‘কৃষকের মূল দুটি উৎসের মধ্যে একটি ধান ও অপরটি গবাদিপশু (গরু)বারবার একটি গ্রাম থেকে এভাবে একেরপর এক গরু চুরি খুব দুঃখজনক। এতে তারা ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বিষয়টি তদন্ত সাপেক্ষে দ্রুত অপরাধীদের আটক করাসহ গরু উদ্ধারে পুলিশকে ব্যাবস্থা গ্রহণের কথা জানিয়েছেন।

বিষয়ে জানতে চাইলে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত ওসি, পুলিশ পরিদর্শক মো. শফিকুল ইসলাম বলেন, ‘৯৯৯-এ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পার্শ্বর্তী থানায় খবর দেয়া হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। গরু উদ্ধারে তপরতা চলছে।

 

এএমকে

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ