• ঢাকা রবিবার
    ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

ফুলবাড়ীতে ধান-চাল সংগ্রহের কার্যক্রম উদ্বোধন

প্রকাশিত: মে ১৭, ২০২২, ১০:০৪ পিএম

ফুলবাড়ীতে ধান-চাল সংগ্রহের কার্যক্রম উদ্বোধন

ফুলবাড়ী প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে অভ্যন্তরীণ বোরো ধান চাল সংগ্রহের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মে) দুপুর ১২টায় ফুলবাড়ী (এলএসডি) খাদ্য গুদামে এই ধান-চাল সংগ্রহের কার্যক্রম উদ্বোধন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন।

প্রধান অতিথি হিসেবে ধান চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মঈন উদ্দিন, ফুলবাড়ী (এলএসডি) খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি এলএসডি) অনিমেষ কুমার সরকার, উপজেলা চালকল মালিক গ্রুপের সভাপতি মো. শামছুল হক মন্ডল, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবু, বিশিষ্ট ব্যবসায়ী শিল্পপতি রাজেন্দ্র প্রসাদ, আমিন অটো রাইস মিলের সত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী শিল্পপতি মো. রুহুল আমিন, সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার বীর মুক্তি যোদ্ধা মো. এছার উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা অম্বরিশ রায় চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মো. মোকলেছার রহমান প্রমুখ।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মঈন উদ্দিন জানান, চলতি বছরে এই উপজেলায় সরাসরি কৃষকদের কাছ থেকে ২৭ টাকা কেজি দরে হাজার ৩৩ মেট্রিক টন বোরো ধান এবং ৪০ টাকা কেজি দরে হাজার ৩৩৬ দশমিক ৮৯০ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। একজন কৃষক এক থেকে তিন মেট্রিক টন ধান সরাসরি খাদ্যগুদামে সরবরাহ করতে পারবেন।

 

এএমকে

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ