• ঢাকা শনিবার
    ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৪ পৌষ ১৪৩১

পাবনা-নাটোর সীমানায় চেকপোস্ট

প্রকাশিত: জুন ৪, ২০২১, ০২:১৪ পিএম

পাবনা-নাটোর সীমানায় চেকপোস্ট

পাবনা প্রতিনিধি

পার্শ্ববর্তী জেলা নাটোরে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় পাবনার ঈশ্বরদী সীমানা লাগোয়া রাস্তাগুলোতে চেকপোস্ট বসানোর সিদ্ধান্ত হয়েছে। 

ঈশ্বরদী উপজেলা প্রশাসন এ সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্ত অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দুই জেলায় চলাচলে বিধিনিষেধ থাকবে। সেই সঙ্গে উপজেলার সাঁড়া ইউনিয়ন, পাবনা-লালপুর সড়ক, পাবনা-নাটোর সড়ক ও রেলজংশন সড়কে চেকপোস্ট বসানো হয়।

নাটোর থেকে ঈশ্বরদী উপজেলার রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আসা শ্রমিকদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করে আসতে হবে।

ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা পি এম ইমরুল কায়েস বলেন, পার্শ্ববর্তী জেলায় করোনার প্রকোপ বৃদ্ধি পেলেও ঈশ্বরদীতে এখনও করোনার তেমন বিস্তার দেখা যায়নি। তাই সতর্কতামূলক কিছু সড়কে চেকপোস্ট বসানো হয়েছে। 

তিনি আরও বলেন, উপজেলার রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পসংশ্লিষ্ট লোকজনকে করোনামুক্ত রাখতে প্রকল্পে কাজ করা নাটোরের শ্রমিকদের ঈশ্বরদীতে প্রবেশের ক্ষেত্রে শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে। করোনার প্রকোপ না কমা পর্যন্ত চেকপোস্ট থাকবে। 

টিআর/এএমকে

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ