
প্রকাশিত: মে ১৩, ২০২২, ১১:৩৫ পিএম
বগুড়ার
নন্দীগ্রামের বিভিন্ন হাট-বাজারে উঠতে
শুরু করেছে রসালো ফল লিচু। গত
কয়েকদিন ধরে মৌসুমি সুস্বাদু
এ ফল পাওয়া যাচ্ছে
উপজেলার বিভিন্ন হাট-বাজারে।
সাধারণত
লিচু-আমসহ হরেক রকমের
রসালো ফল পাওয়া যায়
জ্যৈষ্ঠ মাসে। তবে বাজারে চাহিদা
থাকায় ও বেশি লাভের
আশায় পরিপক্ক হওয়ার আগেই ব্যবসায়ীরা এগুলো
বাজারে নিয়ে এসেছে।
রাজশাহী
ও দিনাজপুরের পরিপুষ্ট সুস্বাদু লিচু বাজারে আসতে
আরও ১০-১২ দিন
সময় লাগবে বলে জানান ব্যবসায়ীরা।
এখন বাজারে যে লিচু এসেছে
সেগুলো অপরিপক্ব ও আকারে ছোট।
এতে রস কিছু মিললেও
স্বাদ তেমন ভালো নয়।
বাজারে
লিচু কিনতে আসা আব্দুল মজিদ
বলেন, ‘বাজারে মৌসুমি ফল লিচু পাওয়া
যাচ্ছে। নতুন ফল এসেছে,
তাই ৫০টি ১০০ টাকা
দিয়ে কিনলাম। তবে লিচুগুলো এখনও
পরিপক্ব হয়নি। এ জন্য লিচু তেমন মিষ্টি
না। শুধুমাত্র মৌসুমি ফলের স্বাদ নিতেই
লিচু কেনা।’
লিচু
ব্যবসায়ী জিয়াউর রহমান জানান, আমরা এই লিচুগুলো
যশোর ও নাটোরের নাজিরপুর
থেকে কিনে এনেছি। মৌসুমের
শুরু হলেও বাজারে লিচুর
দাম তুলনামুলকভাবে বেশি না। লিচু
বিক্রি করছি ১০০টি ২০০
টাকায়। লিচুর এই জাতের নাম
মোজাফফর।
এএমকে/এএল