• ঢাকা রবিবার
    ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

শ্রমিক সংকটে ধান কাটা নিয়ে বিপাকে ফুলবাড়ীর কৃষক

প্রকাশিত: মে ১৩, ২০২২, ০১:২৪ এএম

শ্রমিক সংকটে ধান কাটা নিয়ে বিপাকে ফুলবাড়ীর কৃষক

ফুলবাড়ী প্রতিনিধি

শস্যভাণ্ডার খ্যাত উত্তরের জেলা দিনাজপুর। জেলার ফুলবাড়ীতে শুরু হয়েছে পুরোদমে বোরো ধান কাটা-মাড়াইয়ের কাজ। ধান কাটা-মাড়াই একযোগে শুরু হওয়ায় সেখানে তীব্র শ্রমিক সংকট দেখা দিয়েছে। প্রয়োজনের তুলনায় এই উপজেলায় ধান-কাটা মেশিন কম থাকায় অতিরিক্ত মূল্যেও মেলছে না মেশিন ভাড়া।

বোরো চাষিরা জানান, এক একর (১০০ শতক) জমি ধান কাটা-মাড়াই করতে ১২ হাজার টাকা দিয়েও শ্রমিক মিলছে না। সাত হাজার টাকায় মেশিন দিয়ে এক একর জমির ধান কাটা-মাড়াই হলেও প্রয়োজনের তুলনায় মেশিন কম থাকায় ১০ হাজার টাকা দিয়েও সেই মেশিন মিলছে না।

উপজেলা কৃষি অধিদফতর জানিয়েছেন, চলতি মৌসুমে ১৪ হাজার ১৮১ হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পার ফলন আশা করছেন।

কৃষকেরা বলছেন, এই মৌসুমে কালবৈশাখী ঝড়সহ বিভিন্ন প্রকার প্রকৃতিক দুর্যোগ হয়, সময়মতো ধান কেটে ঘরে তুলতে না পারলে বড় রকমের ক্ষতির আশঙ্কা করছেন তারা। এ কারণে সবাই তড়িঘড়ি করে একযোগে ধান কাটা-মাড়াই করতে ব্যাস্ত সময় পার করছেন। এতে তীব্র শ্রমিক সংকট দেখা দিয়েছে।

উপজেলার খয়েরবাড়ী গ্রামের শাহিনুর ইসলাম জানান, এক একর জমির ধান কাটা-মাড়াইয়ের জন্য ১০ হাজার টাকা দিয়েও শ্রমিক মিলছে না। কয়েক দিন চেষ্টা করে একটি মেশি ভাড়া করতে পারেনি। একই অবস্থা অনান্য কৃষকদের।

উপজেলা কৃষি কর্মকর্তা রুম্মান আক্তার বলেন, ‘ধান কাটা-মাড়াইয়ের জন্য উপজেলা কৃষি অধিদফতর থেকে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ৫০ ভাগ ভুর্তুকিতে ৯টি ধান কাটা-মাড়াইয়ের মেশিন কৃষক পর্যায়ে বিতরণ করা হয়েছে, এই প্রকল্প অব্যাহত রয়েছে চাইলে যে কেউ আবেদনের প্রেক্ষিতে এই যন্ত্র নিতে পারেন বলেও তিনি জানান।

 

এএমকে

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ