• ঢাকা রবিবার
    ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

শরণখোলায় নির্মাণাধীন বেড়ি বাঁধে ফাটল

প্রকাশিত: মে ১২, ২০২২, ১১:২০ পিএম

শরণখোলায় নির্মাণাধীন বেড়ি বাঁধে ফাটল

শেখ মোহাম্মদ আলী, শরণখোলা প্রতিনিধি

শরণখোলায় পানি উন্নয়ন বোর্ডের নির্মাণাধীন বেড়ি বাঁধের কাজ শেষ হওয়ার আগেই উপজেলার গাবতলায় বলেশ্বর তীরের বাঁধে ফাটল দেখা দিয়েছে। তিন বছর মেয়াদী বাধঁ নির্মাণ প্রকল্পের কাজ ছয় বছরে গড়িয়েছে।

সাউথখালী ইউনিয়ন পরিষদের দক্ষিণ সাউথখালী  (গাবতলা) ওয়ার্ডের মেম্বার জাকির হোসেন হাওলাদার জানান, বুধবার (১১ মে) বিকালে হঠাৎ করে বলেশ্বর নদীর তীরে নির্মীত নতুন ওয়াপদা বেড়ি বাঁধে ফাটল দেখা দিয়েছে। প্রায় ২০-২৫ ফুট জায়গাজুড়ে বাঁধে ফাটল ধরায় এলাকাবাসীর মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বাঁধ নির্মাণে অনিয়মের আশ্রয় নিয়ে মাটির বদলে বাঁধে বেশিরভাগ বালি ব্যবহার করা হয়েছে এবং নদী শাসন না করায় বাঁধে ফাটল দেখা দেয় বলে ওই মেম্বার জানিয়েছেন।

গাবতলা গ্রামবাসী হাফেজ কাজী খালেক হাওলাদার, আসাদ খান, আসাদুল খান তরিকুল ইসলামসহ অনেক গ্রামবাসী অভিযোগ করে বলেন, বেড়ি বাঁধ নির্মাণে ব্যাপক দুর্নীতি করায় বাঁধ মজবুত হয়নি। তা ছাড়া নদী শাসন না হওয়ায় শত শত কোটি টাকার এই বাঁধ মানুষের কোনো কাজে আসবে না।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, বিশ্ব ব্যাংকের অর্থায়নে সাড়ে তিনশ কোটি টাকা ব্যায়ে শরণখোলা-মোরেলগঞ্জের ৩৫/ পোল্ডারে ৬২ কিলোমিটার দৈর্ঘ্য টেকসই বেড়ি বাঁধ নির্মাণের কাজ ২০১৬ সালের জানুয়ারি মাসে শুরু হয়। তিন বছরে কাজ শেষ হওয়ার কথা থাকলেও প্রকল্পের মেয়াদ দুই দফা বাড়ানো হয়েছে। চীনের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান বাঁধটি নির্মাণের কাজ করছে।

সাউথখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোজাম্মেল হোসেন বলেন, ‘গাবতলাসহ বাঁধের বিভিন্ন পয়েন্টে মাঝে মাঝে ফাটল দেবে যাওয়ার ঘটনা ঘটছে। বলেশ্বর নদী শাসন ছাড়াই পানি উন্নয়ন বোর্ডের শত কোটি টাকা ব্যয়ে নির্মীত বেড়ি বাঁধ পানিতে বিলীন হয়ে যাবে বলে আশঙ্কা করছেন চেয়ারম্যান।

উপকূলীয় বেড়ি বাঁধ নির্মাণ প্রকল্পের (সি আই পি) খুলনার নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল আলম মুঠোফোনে সিটি নিউজকে বলেন, ‘শরণখোলার গাবতলায় বেড়ি বাঁধে ফাটল দেখা দেওয়ায় বাঁধ মেরামতে লোক পাঠানো হয়েছে। করোনাসহ নানা জটিলতায় তিন বছর মেয়াদী বেড়ি বাঁধের কাজের মেয়াদ দুই দফা বাড়ানো হয়েছে। আগামী ৩০ জুন এই বাঁধ নির্মাণের কাজ শেষ হবে বলে জানিয়েছেন ওই প্রকৌশলী আশরাফুল আলম।

 

এএমকে


 

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ