• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

মেয়রের গুদামে ৩ হাজার লিটার সয়াবিন তেল

প্রকাশিত: মে ১২, ২০২২, ০৭:২২ পিএম

মেয়রের গুদামে ৩ হাজার লিটার সয়াবিন তেল

দেশজুড়ে ডেস্ক

নাটোরের বড়াইগ্রামে মৌখাড়া বাজারে অভিযান চালিয়ে বনপাড়ার মেয়রের মেসার্স নয়ন ডিপার্টমেন্টাল স্টোরের গুদাম থেকে ৩ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে। এ সময় তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, বুধবার (১১ মে) রাতে বড়াইগ্রাম উপজেলার মৌখাড়া বাজার এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর অভিযান পরিচালনা করেন। অভিযানে মেসার্স নয়ন ডিপার্টমেন্টাল স্টোরের গুদামে ৩ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। তেল মজুত রাখায় এ সময় দোকানিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। পরে জব্দ করা সয়াবিন তেল সরকার নির্ধারিত দামে বিক্রি করা হয়।

বুধবার রাতে নাটোর শহরে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে নাটোর র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন। এ সময় বাড়তি দামে বিক্রি ও অবৈধভাবে তেল মজুত রাখায় শহরের কুন্ডু সাহা স্টোর থেকে ১০ লিটার জব্দ ও ৮ হাজার টাকা জরিমানা, সোনালী স্টোর থেকে ৮৫ লিটার জব্দ ও ২০ হাজার টাকা জরিমানা, মেসার্স লিটন স্টোর থেকে ৫৫ লিটার জব্দ ও ১০ হাজার টাকা জরিমানা, স্টেশন বাজারের নিউ বেঙ্গল ট্রেডার্সের গুদাম থেকে ২ হাজার ২০০ লিটার তেল জব্দ ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

নয়ন ডিপার্টমেন্টাল স্টোর ও বনপাড়ার মেয়র মাজেদুল বারী নয়ন বলেন, ‘তেল মজুতের বিষয়টি আমি জানতাম না। দোকানের ম্যানেজার সবুজ হোসেন এ সব করেছে। মেয়র হওয়ার পর দোকানের দায়িত্ব ম্যানেজার সবুজ হোসেনকে দিয়েছি। কোনো খোঁজ-খবরও রাখতে পারি না। আমি ব্যবসা ছেড়ে দেবো।’

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নাটোরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর বলেন, ‘সারা দেশে সয়াবিন তেলের কৃত্রিম সংকট তৈরি করে সরকারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। নাটোরে এ ধরনের অভিযান অব্যাহত আছে। ছোট-বড় সব প্রতিষ্ঠানেই অভিযান চালানো হবে।’

এফএ/এএল

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ