দেশজুড়ে ডেস্ক
স্ত্রীর আমানতের ২৩ লাখ টাকা তুলে জুতার দোকানে ঢুকেছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এম মজিবুর রহমান। জুতা পছন্দ করার সময় এক যুবক তার টাকার ব্যাগ নিয়ে দেয় চম্পট। গত মঙ্গলবার (১০ মে) বিকালে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় বুধবার (১১ মে) নগরীর বোয়ালিয়া থানায় একটি ছিনতাই মামলা হয়েছে। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে নগরীর ডিঙ্গাডোবা ব্যাংক কলোনি এলাকার আশরাফুল ইসলামের ছেলে আল আমিন হৃদয় (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে।
মঙ্গলবার (১০ মে) বিকালে নগরীর বাটারমোড় এলাকার একটি জুতার দোকান থেকে তার ব্যাগ ভর্তি টাকা ছিনিয়ে নিয়ে যায় ওই যুবক।
বোয়ালিয়া থানার ওসি মাজহারুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুরে শিক্ষক মজিবুর রহমান নগরীর লক্ষ্মীপুর এলাকার জিপিও থেকে তার স্ত্রী জেসমিন রহমানের নামে এফডিআরের ২৩ লাখ ১১ হাজার ১৩ টাকা তোলেন। সেই টাকা স্কুলব্যাগে নিয়ে জুতার দোকানে ঢোকেন তিনি।
তিনি ব্যাগ এক বেঞ্চে রেখে যখন জুতা পছন্দ করছিলেন, তখন অজ্ঞাত ওই যুবক ব্যাগটি নিয়ে চম্পট দেয়। দোকানের সেলসম্যান ধাওয়া করেও তাকে ধরতে পারেনি।
সিসি ক্যামেরার ফুটেজেও এ দৃশ্য দেখা গেছে। যুবকটির মুখে মাস্ক এবং মাথায় ক্যাপ ছিল।
এ ঘটনায় ওই দিনই নগরীর বোয়ালিয়া মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন ওই শিক্ষক। পরে সিসিটিভি ক্যামেরার তথ্য বিশ্লেষণ করে একজনকে আটক করেছে পুলিশ।
ওসি মাজহারুল জানান, তার চেহারার সঙ্গে মিল দেখে নগরীর ডিঙ্গাডোবা ব্যাংক কলোনির আল আমিন হৃদয় নামের যুবককে বুধবার ভোরে পুলিশ আটক করেছে। সিসিটিভি ফুটেজের ছিনতাইকারীর সঙ্গে হৃদয়ের চেহারার ৯৫ ভাগ মিল পাওয়া গেছে। তবে সে স্বীকার করছে না। এ কারণে তার রিমান্ড আবেদন করা হয়েছে।
সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, ওই যুবক টাকা তোলার পর থেকেই শিক্ষক ও তার স্ত্রীকে অনুসরণ করছিল।
একই অটোরিকশায় তাদের সঙ্গে বাটার মোড়ে এসেছিল মুখে মাস্ক ও মাথায় ক্যাপ পরা ওই যুবক। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে।
এফএ/এএল
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন