• ঢাকা মঙ্গলবার
    ০৪ মার্চ, ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১

দৌলতদিয়ায় যাত্রী কমেছে, বেড়েছে পণ্যবাহী ট্রাক

প্রকাশিত: মে ১০, ২০২২, ০৫:৩৩ পিএম

দৌলতদিয়ায় যাত্রী কমেছে, বেড়েছে পণ্যবাহী ট্রাক

দেশজুড়ে ডেস্ক

ঈদ শেষে এরই মধ্যে কর্মস্থলে ফিরেছে অধিকাংশ মানুষ। এতে যাত্রীর চাপ কমলেও দৌলতদিয়া ঘাটে বেড়েছে পণ্যবাহী ট্রাক।

মঙ্গলবার (১০ মে) সকালেও ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে প্রায় চার কিলোমিটার এলাকায় পারাপারের অপেক্ষায় আটকে আছে অন্তত চারশ পণ্যবাহী ট্রাক।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক শিহাব উদ্দিন জানান, গত চার দিনে এই নৌরুট দিয়ে ছোট-বড় প্রায় ৩৫ হাজার যানবাহন পার করা হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে যাত্রী ও যাত্রীবাহী যানবাহনের সংখ্যা কমেছে। আটকে থাকা পণ্যবাহী ট্রাকগুলোকে পর্যায়ক্রমে পার করা হচ্ছ।

ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে, এই নৌরুটে বর্তমানে ২০টি ফেরি চলছে। দুপুরের মধ্যে ঘাট পুরোপুরি স্বাভাবিক হতে পারে বলে জানান এ কর্মকর্তা।

এফএ/এএল
আর্কাইভ