• ঢাকা মঙ্গলবার
    ২৪ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

স্ত্রী ও দুই মেয়েকে জবাই করে হত্যা করলো পাষন্ড স্বামী

প্রকাশিত: মে ৮, ২০২২, ০৯:৪৭ পিএম

স্ত্রী ও দুই মেয়েকে জবাই করে হত্যা করলো পাষন্ড স্বামী

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের ঘিওর উপজেলার আঙ্গারিয়া গ্রামে স্ত্রী ও দুই মেয়েকে জবাই করে হত্যা করেছে আসাদুজ্জামান রুবেল নামে এক পাষন্ড স্বামী। 

রবিবার (৮ মে) সকাল ৯ টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহতরা হলেন, রুবেলের স্ত্রী লাভলী বেগম (৩৫) তার দুই মেয়ে ছোয়া আক্তার (১৬) ও কথা আক্তার (১২)।

শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নুরজাহান লাবনী জানান, সকালে স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। রুবেল অনেক টাকা দেনা ছিল। পাওনাদারদের চাপে এ নিয়ে স্ত্রীর সাথে কলহের সৃষ্টি হতো। এরই জের ধরে গতকাল রাতের কোন এক সময়ে তিনজনকে চেতনা নাশক খাইয়ে সে জবাই করে হত্যা করে পালিয়ে যায়। পরে পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাকে হেফাজতে নিয়েছে।

ঘাতক রুবেল আঙ্গারিয়া গ্রামের বারেক আলীর ছেলে। তিনি পেশায় একজন ফার্মেসী ব্যবসায়ী ছিলেন।

এ ব্যাপারে যথাযথ আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

এসএ/
আর্কাইভ