• ঢাকা মঙ্গলবার
    ২৪ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

দশ টাকার লোভ দেখিয়ে শিশু ধর্ষণের অভিযোগে কিশোর আটক

প্রকাশিত: মে ৭, ২০২২, ০২:৪৯ এএম

দশ টাকার লোভ দেখিয়ে শিশু ধর্ষণের অভিযোগে কিশোর আটক

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে ১০ টাকার লোভ দেখিয়ে আট বছর বয়সের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। 

বৃহস্পতিবার (৫ মে) সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক কিশোরকে (১৪) স্থানীয়রা আটক করে চরজব্বার থানা পুলিশের কাছে সোপর্দ করেছেন। 

শুক্রবার (৬ মে) সকালে ভূক্তভোগী শিশুটির মা বাদী হয়ে আটক কিশোরকে আসামি করে চরজব্বার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।

আটককৃত ওই কিশোরও অপ্রাপ্ত বয়স্ক। সে মোহাম্মদপুর ইউনিয়নের বাসিন্দা। 

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বিকেলে ওই শিশুর মা পাশ্ববর্তী বাড়িতে যান, বাবা ব্রিকস ফিল্ডের কাজে যান। এই সুযোগে ওই কিশোর বাড়ির পাশের প্রতিবেশী হিসেবে ভূক্তভোগীর বাড়িতে যায়। বাড়িতে কাউকে না পেয়ে ১০ টাকার লোভ দেখিয়ে শিশুটিকে জোরপূর্বক নির্জন ঘরে নিয়ে ধর্ষণ করে। শিশুটির মা পাশের বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরলে মেয়ের কান্নার শব্দ পেয়ে বিষয়টি জানতে চান কিন্তু শিমুটি কিছু বলতে পারে না।

পরে রক্তক্ষরণ হলে শিমুটি তার মাকে বিষয়টি খুলে বলে এবং অভিযুক্ত কিশোরের নাম প্রকাশ করে। পরে শিশুর মা তাৎক্ষণিক পাশের বাড়ির লোকজনকে ঘটনাটি জানান এবং স্থানীয় ইউপি সদস্য ও চৌকিদারকে অবহিত করেন। পরে রাত ১টার দিকে স্থানীয় ইউপি সদস্য বিষয়টি থানায় জানানোর পর গ্রামপুলিশ গিয়ে ওই কিশোরকে আটক করে থানায় নিয়ে আসে।

অসুস্থ অবস্থায় শিশুটিকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, ‘শিশুটির মা বাদী হয়ে ১৪ বছর বয়সী এক কিশোরকে আসামি করে চরজব্বার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছে। কিশোরকে ধর্ষণের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। দুপুরে ওই কিশোরকে আদালতে প্রেরণ করা হয়েছে।’

এসএ/
আর্কাইভ