মানিকগঞ্জ প্রতিনিধি
প্রিয়জনদের সাথে ঈদ করতে বাড়ি যাওয়া কর্মজীবী মানুষ রাজধানীতে ফিরতে শুরু করেছে। সকালে চাপ না থাকলেও দুপুরের পর থেকে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে কয়েকগুণ। নৌপথে নির্বিঘ্নে পার হলেও সড়কপথে যাত্রীরা পড়েছেন বিপাকে।
সরেজমিন ঘুরে দেখা গেছে, পাটুরিয়া থেকে ঢাকার ভাড়া ১৫০ টাকা হলেও বাসের চালকরা নিচ্ছেন ৪০০ থেকে ৫০০ টাকা। আর নবীনগর, সাভার যেতে গুণতে হচ্ছে ৩০০ থেকে ৪০০ টাকা। ফলে বাধ্য হয়েও বেশি ভাড়া দিয়ে গন্তব্যে যাচ্ছেন যাত্রীরা।
ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ছোট-বড় ২০টি ফেরি দিয়ে ঢাকামুখী যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। যেহেতু ছুটি শেষের দিকে তাই আজই অনেক মানুষ ফিরছেন। যাত্রী ও যানবাহনের চাপ থাকলেও তা স্বাভাবিক পর্যায়ে রয়েছে। দৌলতদিয়া ঘাটে যানবাহন পার হতে কিছুটা সময় অপেক্ষা করতে হলেও যাত্রীদের কোন দুর্ভোগ নেই। ঘাটে পৌঁছানো মাত্রই ফেরি বা লঞ্চের মাধ্যমে পার হতে পারছে মানুষ। আজ কাটা-পথের যাত্রী সংখ্যাই বেশি।
কুষ্টিয়া থেকে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে এসে হতাশ রবিউল ইসলাম নামের এক বেসরকারি চাকরিজীবী। তিনি জানান, কোন ভোগান্তি ছাড়াই পাটুরিয়ায় এসেছেন। এক কিলোমিটার হেটে বাসস্ট্যান্ড যাওয়ার পর জানতে পারেন গাবতলী যেতে গুণতে হবে ৫০০ টাকা।
রবিউলের মত অনেক যাত্রী বাস টার্মিনালে অপেক্ষা করছেন কিন্তু অতিরিক্ত টাকার জন্য গন্তব্যে পৌঁছাতে পারছেন না। তারা কোন উপায় না পেয়ে ৯৯৯ কল করে বিষয়টি অবগত করলেও কোন সমাধান পাচ্ছেন না।
বাস চালকরা দাবী করছেন, খালি গাড়ি নিয়ে ঢাকা থেকে ঘাটে আসতে হচ্ছে তাই ভাড়া একটু বেশি নেওয়া হচ্ছে। এছাড়া তাদের কোন উপায় নেই।
শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নূরজাহান লাবণী বলেন, ‘বিষয়টি একটু আগে জানতে পেরেছি। খুব দ্রুতই এর ব্যবস্থা নেওয়া হবে, যাতে করে যাত্রীরা সুন্দরভাবে তাদের গন্তব্যে যেতে পারেন।’
এসএ/
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন