• ঢাকা মঙ্গলবার
    ২৪ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

পঞ্চগড়ে পুকুরে গোসল করতে নেমে শিশুর মৃত্যু

প্রকাশিত: মে ৭, ২০২২, ০১:০৩ এএম

পঞ্চগড়ে পুকুরে গোসল করতে নেমে শিশুর মৃত্যু

দেশজুড়ে ডেস্ক

পঞ্চগড়ে আটোয়ারী উপজেলায় ঈদের দাওয়াত খেতে বাবা-মার সাথে নানার বাড়ি বেড়াতে গিয়ে পুকুরে গোসল করতে নেমে পুকুরের পানিতে ডুবে সাবিনা (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৬ মে) দুপুরে জেলার আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের লক্ষীদ্বার এলাকায় এ ঘটনাটি ঘটে। জানা যায়, নিহত সাবিনা একই ইউনিয়নের ডাংগাপাড়া গ্রামের নজরুল ইসলামের মেয়ে। সে তার বাবা-মার সাথে ঢাকায় থাকতো।

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা পুকুরের পানিতে ডুবে সাবিনা নামের ওই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে বাবা-মার সাথে গ্রামের বাড়ি আসে সাবিনা। ঈদের দাওয়াত খেতে একই ইউনিয়নের লক্ষীদ্বার এলাকায় নানার বাড়িতে বেড়াতে যায় সে। শুক্রবার দুপুরে নানার বাড়ির পাশের পুকুরে কয়েকজন শিশুসহ গোসল করতে নামলে সে ডুবে যায়। পরে স্থানীয়রা পুকুরে নেমে অনেক খোঁজাখুঁজির পর তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। 

সাঁতার না জানায় শিশু সাবিনা পুকুরের পানিতে ডুবে গেছে বলে জানা যায়।

এসএ/
আর্কাইভ