• ঢাকা মঙ্গলবার
    ২৪ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

চার বাস ও এক প্রাইভেটকারের সংঘর্যে আহত ৭

প্রকাশিত: মে ৬, ২০২২, ১১:৩৯ পিএম

চার বাস ও এক প্রাইভেটকারের সংঘর্যে আহত ৭

ময়মনসিংহ ব্যুরো

ময়মনসিংহের ফুলপুরে চার বাস ও এক প্রাইভেটকারের সংঘর্ষে ৭ জন আহত হয়েছে। শুক্রবার (৬ মে) সকাল ১০টার দিকে ময়মনসিংহ-শেরপুর সড়কের ইমাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ফুলপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল আমিন বলেন, ‘ময়মনসিংহ-শেরপুর সড়কের ইমাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় প্রথমে দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ওই দুই বাসের পেছনে থাকা আরও দুই বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। পরে একটি প্রাইভেটকার আগে সংঘর্ষে জড়িয়ে দাঁড়িয়ে থাকা বাসে ধাক্কা দেয়। এতে পাঁচটি গাড়িই ক্ষতিগ্রস্ত হয়।’

পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় গাড়ি চলাচল স্বাভাবিক করে ফায়ার সার্ভিসের কর্মীরা।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় পর প্রায় ঘণ্টাখানেক রাস্তা বন্ধ ছিল। তবে, এখন গাড়ি চলাচল স্বাভাবিক আছে। এই ঘটনায় আহত সাতজনের মধ্যে ছয়জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত একজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

এসএ/
আর্কাইভ