কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের ৮ উপজেলায় এক হাজার ৯৫১টি কেন্দ্রে ৪ লাখ ৮০ হাজার ৪৫৫ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' ক্যাপসুল। তার মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুর সংখ্যা ৬১ হাজার ১৩০। ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা ৪ লাখ ১৯ হাজার ৩২৫ জন।
সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে আগামী ৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন-২০২১ চলবে বলে জানিয়েছেন কক্সবাজার সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান।
বৃহস্পতিবার (৩ জুন) সকালে জেলা স্বাস্থ্য বিভাগ আয়োজিত সাংবাদিক অবহিতকরণ সভায় এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান। উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. সৌনম বড়ুয়া, জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সিরাজুল ইসলাম সবুজসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।
সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান বলেন, সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে এ বছরের জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন-২০২১ এর প্রথম রাউন্ড শুরু হতে যাচ্ছে। কর্মসূচিতে ৬-১১ মাস বয়সী শিশুকে খাওয়ানো হবে নীল রঙের একটি করে ক্যাপসুল। এ ছাড়া ১২-৫৯ মাস বয়সী শিশুকে খাওয়ানো হবে একটি করে লাল রঙের ভিটামিন 'এ' ক্যাপসুল।
টিআর/এম. জামান
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন