• ঢাকা মঙ্গলবার
    ২৪ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

দিঘির পানিতে ডুবে প্রাণ গেল বিসিএস কর্মকর্তার

প্রকাশিত: মে ৫, ২০২২, ১২:৪৫ এএম

দিঘির পানিতে ডুবে প্রাণ গেল বিসিএস কর্মকর্তার

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী চাটখিল উপজেলার ৯নং খিলপাড়া ইউনিয়নের মল্লিকা দিঘির পাড় দিঘিতে সাঁতার কাটতে নেমে মারা গেলেন ওমর ফারুক মাসুম (৩৫) নামে উপ-সহকারী কর কমিশনার। তিনি (৩১তম বিসিএস) ঢাকায় উপ-সহকারী কমিশনার পদে চাকরিরত ছিলেন।

ওমর ফারুক মাসুম ওই উপজেলা একই ইউনিয়নের কালিকাপুর গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে। বুধবার (৪ মে) দুপুরে ওই উপজেলার ৯নং খিলপাড়া ইউনিয়নের মল্লিকা দিঘিতে এ ঘটনা ঘটে।

বিকাল সোয়া ৫টায় খিলপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরে ওমর ফারুক মাসুমসহ ৬ বন্ধু মল্লিকা দিঘিতে সাঁতার কাটতে যান। একপর্যায়ে দিঘির মাঝখান থেকে সাতঁরিয়ে মাসুমের ৫ বন্ধু কিনারে ফিরে আসতে পারলেও ওমর ফারুক ফিরে আসতে পারেননি।

তিনি আরও জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ডুবুরি দিয়ে প্রায় সাড়ে তিন ঘণ্টা পর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

ডা/
আর্কাইভ