• ঢাকা মঙ্গলবার
    ২৪ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

হবিগঞ্জে বজ্রপাতে ২ জনের মৃত্যু

প্রকাশিত: মে ৪, ২০২২, ০৩:২৫ এএম

হবিগঞ্জে বজ্রপাতে ২ জনের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ মে) জেলার শায়েস্তাগঞ্জ ও আজমিরীগঞ্জ উপজেলায় এ দুর্ঘটনার ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়, শায়েস্তাগঞ্জে ঈদের নামাজ পড়ে মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে সারাজ মিয়া (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়। তিনি শায়েস্তাগঞ্জ উপজেলার লাদিয়া গ্রামের ইলিয়াছ মিয়ার ছেলে। দুপুর ১টার দিকে স্থানীয় কয়েকজন যুবক মাঠে খেলাধুলা করতে গিয়ে তাকে মাঠে পড়ে থাকতে দেখেন। দ্রুত তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে
কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। 

শায়েস্তগঞ্জ ইউনিয়নের লাদিয়া গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল মালেক সত্যতা নিশ্চিত করেন।

অপরদিকে জেলার আজমিরীগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীতে গোসল করার সময় বজ্রপাতে শাহজাহান মিয়া (৬৫) নামে এক ব্যাক্তির মৃত্যু হয়। নিহত শাহজাহান আজমিরীগঞ্জ সদর ইউনিয়নের নোয়ানগর গ্রামের বাসিন্দা। 

স্থানীয়রা জানান, সকালে ঈদের জামাতের আগে কুশিয়ারা নদীতে গোসল করতে যান শাহজাহান। এ সময় বৃষ্টি শুরু হলে বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। গুরুতর অবস্থায় তাকে স্থানীয় একটি ক্লিনিকে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

আজমিরীগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার সুলতানা সালেহা সুমী জানান, বজ্রপাতে মৃত্যু হওয়া ব্যক্তির পরিবারকে সরকারি সহায়তা দেওয়ার প্রক্রিয়া চলছে।

এসএ/
আর্কাইভ