• ঢাকা মঙ্গলবার
    ২৪ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

ডিমলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রকাশিত: মে ৪, ২০২২, ০৩:০৮ এএম

ডিমলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর ডিমলায় পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ মে) দুপুরে উপজেলার উত্তর তিতপাড়া গ্রামের ফজলুল ইসলামের দেড় বছরের ছেলে ফাহিম এবং পাথরখুরা গ্রামের মিঠু ইসলামের তিন বছরের মেয়ে মাসুমা আকতার পা‌নিতে ডুবে মারা গেছে।

ফাহিমের বাবা ফজলুল ইসলাম জানান, দুপুরের  দিকে নিজ বাড়ির উঠানে খেলছিল ফাহিম। ঈদের দিনের এ সময় প‌রিবারের লোকজন বাড়ির কাজে ব্যস্ত ছিল। একপর্যায়ে ফাহিম উঠানের পাশের খালের পানিতে পড়ে যায়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

মাসুমার স্বজনরা জানান, দুপুরে বাড়ির পাশে খেলা করতে গিয়ে নিখোঁজ হয় মাসুমা। খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানিতে ডুবন্ত অবস্থায় তাদের উদ্ধার করা হয়। এ সময় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান জানান, ঈদের দিনে পা‌নিতে ডুবে দু‌ই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। দুই প‌রিবারের লোকজনের অভিযোগ না থাকায় আলাদা দু‌টি অপমৃত্যু মামলা হয়েছে।

এসএ/
আর্কাইভ