• ঢাকা মঙ্গলবার
    ২৪ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

ময়মনসিংহে ছাত্রলীগকর্মীকে ছুরিকাঘাতে হত্যা

প্রকাশিত: মে ৪, ২০২২, ০২:৪৬ এএম

ময়মনসিংহে ছাত্রলীগকর্মীকে ছুরিকাঘাতে হত্যা

ময়মনসিংহ ব্যুরো

ময়মনসিংহ নগরীর বয়রায় ছোট ভাইয়ের সঙ্গে ঝগড়ার জেরে বড় ভাই রাকিবুল ইসলাম রিতু (২০) নামে ছাত্রলীগকর্মীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার (২ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহানগরীর বয়রা বটতলা বাজার এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।

নিহত রিতু ওই এলাকার দুলাল মিয়ার ছেলে। মহানগর ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন তিনি।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের এসআই আক্তারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘রাত ৮টার দিকে রাকিবুল ইসলাম রিতু নামের এক তরুণকে হাসপাতালে আনার সাথে সাথেই মারা গেছে। মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।’

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাকিবুল ইসলাম রিতুর ছোট ভাই রনির সঙ্গে একই এলাকা কিশোরদের দ্বন্দ্ব চলে আসছিল। ঘটনার দিন রাকিবুল ইসলাম রিতু ঈদের কেনাকাটা করার জন্য বাড়ি থেকে বের হয়ে শহরে যাচ্ছিলেন। পথিমধ্যে বয়রা বটতলা বাজার এলাকায় আসতেই তার ছোট ভাইয়ের প্রতিপক্ষরা এসে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সাথে সাথেই রিতু মারা যান।

কোতোয়ালী মডেল থানার ওসি (তদন্ত) ফারুক হোসেন  বলেন, ‘হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

এসএ/
আর্কাইভ