• ঢাকা মঙ্গলবার
    ২৪ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রকাশিত: মে ৪, ২০২২, ০১:৩৬ এএম

কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

দেশজুড়ে ডেস্ক

গাজীপুরের কালিয়াকৈরে সফিপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত দুই যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো চারজন।

মঙ্গলবার (৩ মে) বিকেলে কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি বাসের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত এক যুবক ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় গুরুতর আহত অজ্ঞাত অপর এক যুবককে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় আরো চারজন আহত হন।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেন।

এসএ/
আর্কাইভ