দেশজুড়ে ডেস্ক
ফরিদপুরের বোয়ালমারীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আকিদুল মোল্যা (৪৬) ও খায়রুল (৪৫) নামের দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ২০ জন আহত হয়েছেন।
ঈদের দিন মঙ্গলবার (৩ মে) সকালে উপজেলার ঘোষপুর ইউনিয়নের গোড়াইল বাড়িতে দুই পক্ষের সমর্থকদের মধ্যে এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত আকিদুল মোল্যা উপজেলার চরদৈতরকাঠি গ্রামের হাসেম মোল্যার ছেলে ও নিহত খায়রুল একই গ্রামের মোসলেমের ছেলে।
স্থানীয়রা জানায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বোয়ালমারী উপজেলার গোহাইল বাড়ি গ্রামের মোস্তফা জামান সিদ্দিক ও কৃষি কর্মকর্তা আরিফ খালাসির সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে ২ জন নিহত ছাড়াও উভয়পক্ষের ২০ জন আহত হন। গুরুতর আহতদের বোয়ালমারী হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন বলে খবর পেয়েছি। সংঘর্ষ এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে।‘
এসএ/
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন