• ঢাকা মঙ্গলবার
    ২৪ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

হাদিসুরের বাড়িতে পৌঁছেছে প্রধানমন্ত্রীর ঈদ উপহার

প্রকাশিত: মে ২, ২০২২, ০৬:১৬ এএম

হাদিসুরের বাড়িতে পৌঁছেছে প্রধানমন্ত্রীর ঈদ উপহার

বরগুনা প্রতিনিধি

ইউক্রেনে রকেট হামলায় নিহত নাবিক হাদিসুর রহমান আরিফের বাড়িতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়েছে।

রবিবার (১ মে) বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নে হাদিসুরের পরিবারের সদস্যদের কাছে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা নাদিরা।

সংসদ সদস্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে হাদিসুরের মা-বাবা, ভাই-বোনকে ঈদের পোশাকসহ আর্থিক সহায়তা দেন।

উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন হাদিসুরের মা-বাবা। তারা বলেন, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে আমরা ছেলের লাশ দেশের মাটিতে দাফন করতে পেরেছি। এ জন্য প্রধানমন্ত্রীর প্রতি আমরা চিরকৃতজ্ঞ।

এ সময় হাদিসুরের ছোট ভাইয়ের কর্মসংস্থানের জন্য সংসদ সদস্যের মাধ্যমে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তার বাবা-মা।

সংসদ সদস্য সুলতানা নাদিরা সংবাদমাধ্যমকে বলেন, ‘হাদিসুরের পরিবারে ঈদ আজ আনন্দ নয়, শোকের বার্তা এটা আমরা অনুভব করছি। আমরা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সমবেদনা জানানোর পাশাপাশি ঈদের শুভেচ্ছা উপহার নিয়ে এসেছি।


সাজেদ/এএল
আর্কাইভ