• ঢাকা মঙ্গলবার
    ২৪ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

প্রকাশিত: মে ২, ২০২২, ০৩:৪৩ এএম

তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার চন্ডিপুর হাটে তিনতলা ভবনের একটি ছাদ থেকে পড়ে গিয়ে মাহিম (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১ মে) বিকাল সাড়ে চারটার দিকে চন্ডিপুর হাটে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মাহিম খোলপটুয়া নিবাসী গ্রীক প্রবাসী মামুন শিকদারের ছেলে।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার সময় মাহিম ঘরে বসে তার মায়ের সঙ্গে খেলছিল। হঠাৎ করে মাহিম মায়ের চোখ ফাঁকি দিয়ে তাদের তিনতলার ছাদে উঠে যায়। ধারণা করা হচ্ছে, ছাদের দরজা খুলতে গিয়েই মাহিম হয়তো দরজার ধাক্কা খেয়ে নীচে অপর একটি একতলা ভবনের ছাদে পড়ে যায়। এ সময় তার মুখমন্ডল থেতলে যায় এবং প্রচুর রক্তক্ষরণ হয়। মাহিমের মা হাসি বেগম একটু পরে তার ছেলের কোন সাড়া না পেয়ে ডাকতে থাকেন এবং কোনো উত্তর না পেয়ে ছাদের উপর মাহিমকে খুঁজতে যান। ছাদের উপরে উঠতেই মাহিমকে রক্তাক্ত অবস্থায় অন্য একটি ছাদে পড়ে থাকতে দেখেন।

এ সময় হাসি বেগম চিৎকার দিয়ে নীচে নেমে আসেন এবং মুমূর্ষু অবস্থায় মাহিমকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু মাহিমকে মৃত ঘোষণা করেন।

এসএ/এএল
আর্কাইভ