• ঢাকা মঙ্গলবার
    ২৪ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

সুন্দরবন সুরক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান

প্রকাশিত: মে ২, ২০২২, ০৩:০৫ এএম

সুন্দরবন সুরক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান

মোংলা প্রতিনিধি

সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‘সুন্দরবন সুরক্ষায় সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে। বাংলাদেশের গর্ব এই বনের ওপর মানব বিধ্বংসী আচরণ থেকে সরে আসতে হবে। তাহলে ছয় হাজার বর্গ কিলোমিটারের এবনকে সুরক্ষা করা সম্ভব হবে। এতে আমাদের পরিবেশ ও প্রতিবেশ ভাল থাকবে, যার সুফল ভবিষ্যৎ প্রজন্ম ভোগ করতে পারবে।’

রবিবার (১ মে) মোংলা প্রেস ক্লাবে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

প্রেস ক্লাব সভাপতি মনিরুল হায়দার ইকবালের সভাপতিত্বে এ সময় ক্লাবের সকল সদস্য উপস্থিত ছিলেন।
 
পরিবেশবিদ ড. ফরিদ আরও বলেন, ‘সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারসহ বণ্যপ্রাণী নিধন ঠেকাতে বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও সচেতন হতে হবে।’

এসএ/
আর্কাইভ